ঠিকানা অনলাইন : নারায়ণগঞ্জের বন্দরে স্বামী-সন্তান ফেলে তিন নারী পৃথকভাবে উধাও হয়েছেন। তারা হলেন মুক্তা রানী (২৫), নাছিমা বেগম (২৪) ও আরিফা বেগম (২৬)।
৯ জানুয়ারি সোমবার নিখোঁজ তিন গৃহবধূর স্বামী বন্দর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ মুক্তা রানী কুমিল্লার চান্দিনা উপজেলার বারারা গ্রামের খোকন চন্দ্র ধরের স্ত্রী। তাদের সংসারে ৮ বছর বয়সের একটি মেয়ে ও ৬ বছর বয়সের একটি ছেলে রয়েছে।
অপরদিকে নাছিমা আক্তার বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার নাজিম মিয়ার স্ত্রী। তাদের সংসারে ৭ বছর বয়সের একটি ছেলে রয়েছে।
এ ছাড়া আরিফা আক্তার বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তাদের সংসারে ৬ বছর বয়সের ও ৪ বছর বয়সের দুটি মেয়ে রয়েছে।
খোকন চন্দ্র ধর জানান, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে মুক্তা রানীর সাথে তার বিয়ে হয়। সংসারে একটি মেয়ে যোয়িতী রানী ও ছেলে মিঠু রয়েছে। সংসারে অর্থসংকটের জন্য তার স্ত্রী মদনপুর নারিছ গার্মেন্টসে কাজ নেন এবং সেখানে কাজ করার সূত্রে মুক্তার সঙ্গে একটি ছেলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানে সংসার-সন্তান ফেলে ৩ জানুয়ারি সকালে কাজের কথা বলে চলে যায় আর বাড়ি ফেরেনি।
নাজিম মিয়া জানান, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে নাছিমা বেগমের সাথে তার বিয়ে হয়। সংসারে একটি ছেলে সিফাত রয়েছে। স্বামী-সন্তান ফেলে ৮ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে।
এরশাদ মিয়া জানান, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে আরিফার সঙ্গে তার বিয়ে হয়। সংসারে দুটি মেয়ে জানাতুল ফেরদৌস ও হালিমাতুল ছাদিয়া রয়েছে। ফেসবুক সূত্রে আরিফার সঙ্গে একটি ছেলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানে আমাকে ও আমার মেয়েদের ফেলে ৮ জানুয়ারি সকালে বাসা থেকে চলে যায় আর বাড়ি ফেরেনি।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তিনটি ঘটনাই পরকীয়া বলে মনে হচ্ছে। তদন্তের পর বলা যাবে আসল ঘটনা।
ঠিকানা/এনআই