ঠিকানা রিপোর্ট : ১২৯ বছরের পুরোনো সংগঠন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ মানুকে নিউইয়র্কে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়। গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনার পাশাপাশি অনুষ্ঠিত হয় শীতকালীন পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের নারায়ণগঞ্জবাসী ফারহান মির্জা। পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজিয়ে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশে কোভিড-১৯-এ যারা প্রাণ হারিয়েছেন, তাদের সবার আত্মার শান্তি কামনা করা হয়।
আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব আসিফ হাসান মাহমুদ মানু। সভাপতিত্ব করেন নিউইয়র্কস্থ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি মির্জা ফরিদ উদ্দিন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম, বিশিষ্ট চিকিৎসক শামীম আহমেদ, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী আজহারুল হোক মিলন, সাবেক সভাপতি শামসুল আলম লিটন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সিলেট ক্লাব লিমিটেডের সভাপতি মুহিতুল বারী রহমান এবং বাংলাদেশের আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বর্তমান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সোসাইটির বিদায়ী কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কবির হোসেন, সামিয়া নিশাত মির্জাসহ কমিউনিটির নেতারা যোগ দেন। এ ছাড়া কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ এবং নারায়ণগঞ্জ জেলার অনেকেই উপস্থিত ছিলেন। অতিথিদের পদচারণে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী হোসেন, জাহিদুর রহমান জনি, ইঞ্জিনিয়ার মহসিন মাহমুদ, মোহাম্মদ শাহাদাত হোসাইন, শরীফ হোসেন তনয়, জহির হোসেন, মোহাম্মদ আজিম, মোহাম্মদ সায়ীদ, রফিকুজ্জামান, সেলিম আহমেদ, আনিসুর রহমান, মনির হোসেন, ডাক্তার সাউদা সাবরিনা পম্পি, আয়েশা আক্তার, তপন কুমার, ফারহানা আমান নূপুর, শিরিন খান, নিপা জামান, লোপা আক্তার, সবুজ মিয়া, এস এম কে ইকবাল, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন সোহাগ। গণসংবর্ধনা ও পিঠা উৎসবের আনুষ্ঠানিকতার পর সবাইকে স্বাগত জানান নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি মির্জা ফরিদ উদ্দিন এবং মঞ্চে অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্টের সংবর্ধনায় নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সঙ্গে অন্যতম সহযোগী ছিলেন প্রধান অতিথির তিন বন্ধু দোলন সরকার, এস এম মিঠু ও রাফাত হোসেন। তিন বন্ধুর সঙ্গে এসে যোগ দেন আটলান্টিক সিটির বন্ধু আজিজুল ইসলাম ফেরদৌস। বন্ধুদের পক্ষে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন দোলন খন্দকার এবং নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন সভাপতি মির্জা ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম। এ সময় সংগঠনের সকল কর্মকর্তা ও কার্যনির্বাহী পরিষদের ২৫ জন সদস্য সস্ত্রীক উপস্থিত ছিলেন। পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি আসিফ হাসান মাহমুদ মানু। উৎসবে ১০ জন নারায়ণগঞ্জবাসী নানা রকমের সুস্বাদু শীতের পিঠা নিয়ে আসেন। উপস্থিত দুই শতাধিক নারায়ণগঞ্জবাসী ও অতিথি তা উপভোগ করেন।
পিঠা উৎসবের পর নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি আলী হোসেন কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান। মঞ্চে উপবিষ্ট অতিথিরাও প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান। প্রধান অতিথিও নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য, নারায়ণগঞ্জবাসী, তার শৈশবের বন্ধু ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। নারায়ণগঞ্জবাসীর সংবর্ধনায় অভিভ‚ত আসিফ হাসান মাহমুদ বলেন, আমি অনেক দেশ ঘুরেছি, এর মধ্যে নিউইয়র্কে এসে খুব ভালো লাগছে। আপনাদের এই সুন্দর আয়োজন আমাকে অভিভ‚ত করেছে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, নারায়ণগঞ্জবাসীর মধ্যে যারা ক্লাবের মেম্বার আছেন, তারা তো আছেনই কিন্তু যারা মেম্বার নন, তারা বাংলাদেশে গেলে নারায়ণগঞ্জ ক্লাব ব্যবহার করতে পারবেন। এ জন্য তাদেরকে এক বছরের ইউজিং মেম্বারশিপ দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে পরিবেশিত হয় খলিল বিরিয়ানির সুস্বাদু হালাল খাবার। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন নারায়ণগঞ্জের নিপা জামান, ফারহানা আমান নূপুর, নাহিদ সুলতানা ও ওয়াসি উদ্দিন। শব্দ প্রক্ষেপণে ছিলেন সাউন্ড গিয়ারের সায়েম ও উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। সাংস্কৃতিক পর্বের উপস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা ফারহানা আমান নূপুর।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আসিফ হাসান মাহমুদ (মানু) বর্তমানে সপরিবারে নিউইয়র্কে অবস্থান করছেন।