স্পোর্টস রিপোর্ট : বাংলাদেশ নারী ক্রিকেট দল চার মাস আগে টি ২০ বিশ্বকাপে খেলেছে। এরপর থেকে হাত গুটিয়ে বসে আছে তারা। এ বছর জানুয়ারিতে নারী ক্রিকেটারদের প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা ছিল, কিন্তু মাঠ না পাওয়ার দোহাই দিয়ে লিগ পিছিয়ে দেয়া হয়েছে। এরপর বলা হয় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে। সেটাও ঠিক থাকেনি। কবে জাতীয় লিগ শুরু হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ঘরোয়া ক্রিকেটের এমন অব্যবস্থাপনায় হতাশ বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ নারী টি-২০ দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা সারা বছর অনুশীলন করি প্রিমিয়ার লিগে খেলার জন্য। প্রিমিয়ার লিগ যেহেতু হয়নি তাই ফেব্রæয়ারির ১২ তারিখ জাতীয় লিগ শুরু হওয়ার কথা ছিল। সেটাও হল না। গত ৮ ফেব্রæয়ারি রাতে বলা হলো খেলা হবে না। অথচ ৯ তারিখ আমাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল। হয়তো জাতীয় লিগ শুরু হবে এ মাসের ২৪-২৫ তারিখে।’