নারী বিশ্বকাপ বিজয়ীদের পুরুষের সমান বোনাস দেবে অ্যাডিডাস


স্পোর্টস ডেস্ক : ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়েছে, তারা স্পন্সর অর্থবাবদ নারী বিশকাপ ফুটবল জয়ী দলকে পুরুষ বিশচ্যাম্পিয়নদের সমান পার্ফমিং বোনাস অর্থ প্রদান করবে। এই ঘোষণা দিয়েছেন হেড অব গেøাবাল ব্র্যান্ডস এ রিক লিৎকে। ওয়াশিংটন পোস্ট।
এর ঠিক আগে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের সদস্যরা ফুটবলে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, দেশটির ফুটবল ফেডারেশন, পুরুষদের তুলনায় নারীদের কম অর্থ প্রদান করেন। এ ছাড়াও পুরুষদের চেয়ে তাদের অধিক বাজে খেলোয়াড়ি পরিস্থিতিতে পড়তে হয়। নারী ফুটবলাররা তাদের কর্মসূচিতে সাবেক খেলোয়াড়দের অংশ নিতে আহŸান জানিয়েছেন। তাদের অভিযোগ, ফেডারেশন বাজার বাস্তবতা বুঝতে অক্ষম।
এই মামলায় ২০টি প্রদর্শনী খেলার হিসেব দেওয়া হয়েছে। এই খেলা থেকে পুরুষ দলের একজন সদস্য আয় করেছেন ২ লাখ ৬৩ হাজার ৩২০ ডলার। আর নারী ফুটবলারদের জনপ্রতি আয় ৯৯ হাজার ডলার। অ্যাডিডাসের এই ঘোষণাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। তবে এটি জানা যায়নি এই বোনাসের পরিমাণ কত।