স্পোর্টস ডেস্ক : গত দুই মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। অভিষেক ম্যাচে কি দুর্দান্ত বোলিংই না করেছিলেন মোস্তাফিজুর রহমান। হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশের এ কাটার মাস্টারের। দুর্দান্ত বোলিং করার পুরস্কারও পেয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে সেরা বিদেশি উদীয়মান ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি।
অবশ্য গত মৌসুমটা তার ভালো যায়নি। হায়দরাবাদের একাদশে খুব বেশি সুযোগ পাননি। বেঞ্চে বসে থাকতে হয়েছে বাংলাদেশের উদীয়মান এ তারকা বাঁহাতি পেসারকে। এবার তাকে আর দলে রাখেনি হায়দরাবাদ। তবে আইপিএলে ঠিকই দল পেয়েছেন মোস্তাফিজ। ২.২ কোটিতে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম থেকেই মোস্তাফিজকে নিয়ে বাড়তি আগ্রহ দেখিয়েছে মুম্বাই। তার জন্য দোভাষী নিয়োগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ৭ এপ্রিল শনিবার মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয়েছে কাটার মাস্টারের। ওই ম্যাচে নায়ক হওয়ার সুযোগ ছিল মোস্তাফিজের। তবে বলতেই হচ্ছে ভাগ্যদেবতা এদিন তার পক্ষে ছিলেন না! তাই তো নায়ক হওয়ার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে তাকে।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল মুম্বাই ও চেন্নাই। আগে ব্যাট করে মুম্বাই ১৬৫/৪ করে। ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিক দলের হাতেই ছিল। তবে বিস্ফোরক এক ইনিংস খেলে চিত্রনাট্য পাল্টে দেন ডোয়াইন ব্রাভো। তার পরও আশার সলতেটা জ্বলছিল। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ৭ রান। উইকেটে ছিল তাদের শেষ জুটি (ইমরান তাহির ও কেদার যাদব)। মোস্তাফিজের প্রথম তিনটি বলে রান নিতে পারেননি যাদব। চতুর্থ বলে বাঁহাতি পেসারকে ফাইন লেগ দিয়ে ছক্কা মারেন তিনি। পরের বলে কাভার দিয়ে চার মেরে চেন্নাইকে এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেন যাদব।