না ফেরার দেশে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক বুথ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : অস্ট্রেলিয়ার সব্যসাচী ক্রীড়াবিদ ব্রায়ান বুথ আর নেই। ৮৯ বছর বয়সে থামল দেশটির সাবেক টেস্ট অধিনায়কের জীবনপ্রদীপ, যিনি অলিম্পিক হকিতেও দেশকে প্রতিনিধিত্ব করেছেন।

ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটার এবং পার্ট টাইম অফস্পিনার ছিলেন বুথ। অস্ট্রেলিয়ার হয়ে সব মিলিয়ে ২৯ টেস্টে ৫ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে করেছেন ১৭৭৩ রান। নামের পাশে উইকেট ৩টি।

১৯৬১ সালের অ্যাশেজ দিয়ে অভিষেক হয় বুথের। এর পাঁচ বছর আগে ১৯৫৬ সালের মেলবোর্নে অলিম্পিকে খেলেন তিনি। ২০১৩ সালে ক্রিকেট মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে যিনি বলেছিলেন, তিনি ভাগ্যবান যে দুটি খেলা খেলতে পেরেছিলেন।

ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার পর ওভালে খেলেন দ্বিতীয় টেস্ট। এরপর তৃতীয় টেস্ট খেলার জন্য ১৬ মাস অপেক্ষা করতে হয়েছিল বুথকে। ১৯৬২ সালের নভেম্বরে ঘরের মাঠে খেলার সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

অভিষেক টেস্টের মতো ১৯৬৬ সালে ইংলিশদের বিপক্ষেই ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলেন বুথ। এর মাঝে দুই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১১ হাজারের ওপরে রান বুথের। সব মিলিয়ে ১৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন ১১২৬৫ রান। নামের পাশে সেঞ্চুরি ২৬টি, ফিফটি ৬০টি, সর্বোচ্চ অপরাজিত ২১৪। উইকেট নিয়েছিলেন ১৬টি। এর মধ্যে নিউ সাউথ ওয়েলসের হয়ে ৯৩ ম্যাচে ১১ সেঞ্চুরিতে করেছেন ৫৫৭৭ রান।

ঠিকানা/এনআই