নিঃসঙ্গ হয়ে পড়ছেন ট্রাম্প

ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের শঙ্কায় থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা অসহায় হয়ে পড়েছেন। ভোটে যেমন তিনি পরাজয় দেখছেন, তেমনি তিনি সমর্থন পাচ্ছেন না আশপাশ থেকেও। নিজ দলের ভেতরেই হচ্ছেন সমালোচিত। টুইটারে মুছে যাচ্ছে তার পোস্ট। লাইভ সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রাম্পের করা ভোট গণনা বন্ধের অভিযোগ খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ। নেভাদায় তার আরজি রাখলেও তার আগেই হেরে যেতে পারেন ট্রাম্প। যে জর্জিয়ায় তিনি এগিয়ে ছিলেন লাখ ভোটের ব্যবধানে সেখানে এখন বাইডেন তাকে পেছনে ফেলে দিয়েছেন। যদিও জর্জিয়ার ভোট পুনরায় গণনার ঘোষণা দেওয়া হয়েছে। পেনসিলভানিয়াতেও কয়েক লাখ ভোটে এগিয়ে থাকা ট্রাম্পকে পেছনে ফেলেছেন বাইডেন।

সব মিলিয়ে ট্রাম্প যেন নিঃসঙ্গ হয়ে পড়ছেন। তার কথা কেউ শুনছে না। তিনি বারবার ভোট গণনা বন্ধের ডাক দিলেও কয়েকজন সমর্থক ছাড়া দায়িত্বশীল কাউকে তার পক্ষে এগিয়ে আসতে দেখা যায়নি।

এদিকে ট্রাম্পের বিপক্ষে গিয়ে মেরিল্যান্ডের রিপাবলিকান গভর্নর ল্যারি হোগান বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খাটো করছেন। সব সময়ের মতো মার্কিনদের অবশ্যই এই ফলাফলকে সম্মান করতে হবে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের চেয়ে কোনো নির্বাচন বা কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়।

ট্রাম্পের বক্তব্য নিয়ে টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি উইল হার্ট টুইট করে বলেছেন, একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে খাটো করছেন। তিনি কোনো ধরনের প্রমাণ ছাড়াই অগণিত আমেরিকানের মতামতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। এটা শুধু বিপজ্জনকই নয়, ভুলও বটে। এটা আমাদের জাতির ভিত্তিকেই খাটো করছে।

দৃশ্যপটে হাজির হয়েছেন ট্রাম্পের দুই ছেলে। তারা দুষছেন রিপাবলিকানদের। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অভিযোগ করে বলেছেন, তাদের দল ‘দুর্বল’ হয়ে পড়ছে। রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইটারে তিনি লিখেছেন, ‘ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের। অথচ উল্টো দেখা যাচ্ছে, গণমাধ্যমের গোঁয়ার্তুমির সামনে তারা মুষড়ে পড়ছে।’

ট্রাম্পের আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘রিপাবলিকানরা কোথায়! কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত। এই জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই সময়ে ভেড়া হয়ে থাকলে আমাদের ভোটাররা আপনাদের কখনোই ভুলবে না।’

৫ নভেম্বর বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে এসে বক্তব্য দেন। এতে নির্বাচনে জয় দাবি এবং ভোট জালিয়াতির কথা বলেন তিনি। এ সময় আমেরিকার প্রধান কিছু সংবাদমাধ্যম ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছে। ‘মিথ্যা বলার’ অভিযোগে তারা তাৎক্ষণিক ট্রাম্পের বক্তৃতার সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়।

ট্রাম্প তার ‘ভিত্তিহীন বক্তব্য’ উপস্থাপন শুরু করলে এমএসএনবিসি সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়। চ্যানেলটির উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস বলেন, ‘আবারও আমরা একটি ব্যতিক্রমী অবস্থান নিচ্ছি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা সম্প্রচারই শুধু বন্ধ করছি না, আমরা তাকে সংশোধন করেও দিচ্ছি।’

এদিকে মিশিগানের ভোট গণনা স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলের এক মামলা খারিজ করে দিয়েছেন অঙ্গরাজ্যটির এক বিচারক। মিশিগানের ফার্স্ট ডিস্ট্রিক্ট আপিলস কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন্স বলেন, ‘মামলাটি দায়ের হতে অনেক দেরি হয়েছে, কারণ গণনা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি।’

পরাজয়ের শঙ্কার পাশাপাশি চারদিকের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে ট্রাম্প তার সুর অনেকটা নরম করেছেন।

ঠিকানা/এনআই