ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটির বিশেষায়িত হাইস্কুলে পড়ার সুযোগ পাওয়ার ইচ্ছে প্রায় সব বাংলাদেশী আমেরিকান অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্র ছাত্রীর। সেই সাথে অনেক অভিভাবককের এই স্বপ্ন যে তার সন্তান নিউইয়র্ক সিটির বিশেষায়িত হাইস্কুলে পড়ার সুযোগ পাবে। সেই স্বপ্ন পূরণের জন্য স্টুডেন্টরা এবং অভিভাবকরা চেষ্টা করেন। অনেকেই সফল হন। আর বিশেষায়িত হাইস্কুলে যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট সুযোগ পায় সেই জন্য তাদেরকে বিভিন্ন টিউটোরিং সেন্টার
সহায়তা করে। বিভিন্ন টিউটোরিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে বেশ ভাল স্কোর করে স্টুডেন্টরা বিশেষায়িত স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে। আগামী ফল সেশনে যারা নাইন গ্রেডে ভর্তি হবেন ও ক্লাস শুরু করবেন তাদের মধ্যে যারা ভর্তি পরিক্ষা দিয়েছিলেন তাদের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফল প্রকাশিত হওয়ার পর অনেক পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। কারণ তারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন এই ফলাফলের।
বাংলাদেশী মালিকানাধীন বেশ কয়েকটি টিউরোটিং এর স্টুডেন্টরা ভাল ফলাফল করেছে। বর্তমানে সিটিতে আটটি বিশেষায়িত হাইস্কুল রয়েছে। গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত হয় এসএইচএসএটি পরিক্ষা। এই ফলাফল প্রকাশ করা হয় ৯ মার্চ। কর্তৃপক্ষ মাইস্কুল ওয়েব পেজে এই রিপোর্ট প্রকাশ করে। স্কুলের যেসব স্টুডেন্ট সুযোগ পেয়েছে স্কুল থেকেও স্টুডেন্টদের তা জানানো হয়েছে। এবার ব্রঙ্কস থেকে ডিসকভারী প্রোগ্রামের অধিনে অনেকেই সুযোগ পেয়েছেন। যারা স্বল্প আয়ের পরিবার সাধারনত তারা এই প্রেগ্রামের অধিনে ভর্তির যোগ্য তারা সুযোগ পেয়েছেন। এখনও পর্যন্ত এই ক্যাটাগরীতে অরো স্টুডেন্টের চান্স পাওয়ার সুযোগ রয়েছে। তবে যারা স্বল্প আয়ের পরিবারের এবং যারা এই প্রোগ্রামে চান্স পাওয়ার যোগ্য হয়েছে কিন্তু নাম এখনও ঘোষণা করা হয়নি তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে তার অফার লেটারের ওখানে পুরা নোটিশটি পড়তে হবে। পড়ার পর যারা জুলাই মাসে ৪-৫ সপ্তাহের প্রোগ্রামে অংশ নিবে এবং সফল হবে তারা সুযোগ পাবে।
এই ব্যাপারে মামুন্স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন বলেন, এবার উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট এই প্রোগামে চান্স পেয়েছে। এই চান্স পাওয়ার সংখ্য অনেক বেশি হবে। এবার ব্রঙ্কসের বেশ কিছুু স্টুডেন্ট ডিসকভারী প্রোগ্রামের অধিনে ব্রঙ্কস সায়েন্স হাইস্কুলে পড়ার সুযোগ পেয়েছে। তার পরিবারের আয় কম এই কারণে তারা স্কুলে রিডিউস প্রাইজে লাঞ্চ পায়, মেডিকেইড আছে। সরকারি বিভিন্ন সুবিধা পায়। আমরা তাদের এই সুযোগ পাওয়ায় ভীষন খুশী। তিনি বলেন, যারা সুযোগ পেয়েছেন তারাতো পেয়েছেনই কিন্তু যারা পাননি তারা তাদের নোটিশের পুরো অংশটুকু পড়তে পারেন। এবং সেটি ভাল করে পড়তে হবে। এরমধ্যে যারা ভর্তির যোগ্যতা অর্জন করার জন্য যে নম্বর সেই নম্বরের কাছাকাছি নম্বর পেয়েছেন তারা ডিসকভারী প্রোগ্রামের অধিনে সুযোগ পাবে।
চলতি বছরে নিউইয়র্ক সিটির এই ভর্তি পরিক্ষায় অংশ নেয় প্রায় ৩০ হাজার স্টুডেন্ট। এইট গ্রেডে পড়ুয়া এই সব স্টুডেন্টরা ভর্তি পরিক্ষায় অংশ নেয়। স্কোরের ভিত্তিতে প্রায় ছয় হাজার স্টুডেন্ট সুযোগ পায়। স্কোর অনুযায়ী কে কোন স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন তা ঠিক করা হয়েছে। যারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন তারা চান্স পেয়েছেন স্টাইভেসেন্টে, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকে। বাকিরা অন্যান্য স্কুলে। স্টুডন্টেরা নিজের পছন্দ অনুযায়ী স্কুলের তালিকা উল্লেখ করে দেন।
নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল হলো স্টাইভস্যান্ট হাইস্কুল, ব্রঙ্কস হাইস্কুল অব সাইন্স, ব্রুকলীন টেকনিকেল হাইস্কুল, স্ট্যাটেন আইল্যান্ড টেকনিক্যাল হাইস্কুল, ব্রুকলীন ল্যাটিন স্কুল, কুইন্স হাইস্কুল ফর দ্য সাইন্সেস এ্যাট ইয়র্ক কলেজ, ফিওরেলা এইচ. লাগোয়ার্ডিয়া হাইস্কুল অব মিউজিক এন্ড আর্ট এন্ড পারফর্মিং আর্টস, হাইস্কুল ফর ম্যাথ, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ্যাট সিটি কলেজ, হাইস্কুল অব আমেরিকান স্টাডিস এ্যাট লিম্যান কলেজ।
এই বছর ব্যক্তিগত উদ্যোগে অনেকেই পড়ালেখা করে চান্স পেয়েছেন। এর পাশাপাশি খান’স টিউটোরিয়াল, মামুন’স টিউটোরিয়াল, কালেকটিভ একাডেমি টিউটোরিয়াল, ববি-তারেক টিউটোরিং সেন্টারসহ বিভিন্ন টিউটোরিংয়ের স্টুেডন্টরা সুযোগ পেয়েছে।
যতদূর জানা গেছে, খানস টিউটোরিয়াল থেকে প্রশিক্ষণ নিয়ে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বেশি। এর পরই অবস্থান রয়েছেন, মামুন’স টিউটোরিয়াল, সিনার্জি প্রেপ, কালেক্টিভ একাডেমি টিউটোরিং সেন্টার। খান’স টিউটোরিয়াল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৭২ জন সুযোগ পেয়েছেন। এরমধ্যে রয়েছে, স্টাইভস্যান্ট ১৭, ব্রংক্স সাইন্স ১৬, ব্রুকলীন টেক ২৯, ব্রুকলীন ল্যাটিন ৫, ইয়র্ক কলেজ ৪, লিম্যান কলেজ ১ জন। মামুন’স টিউটোরিয়াল থেকে প্রায় ৫০ জন সুযোগ পেয়ছেন। এরমধ্যে স্টাইভস্যান্টে ১০, ব্রংক্স সাইন্সে ২২, ব্রুকলীন টেক ১০, অন্যান্য ৯ জন।
মামুন্স টিউটোরিয়াল থেকে চান্স পাওয়া স্টুডেন্টের মধ্যে স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স ও ব্রুকলিন টেকে, ব্রকুলিন লেটিন, এমএসসিএম স্কুলে সুযোগ পেয়েছে। এরমধ্যে স্টাইভেসেন্ট আফিফা মোস্তফা, মোহম্মদ ফায়াজ, মেহদাদ চৌধুরী , মোহাম্মদ রহমান, নোহাশ কবীর, তনুশ্রী সাহা, অদিতি রায়, রাইসা কামাল, সাতভিক সাহা, ফাহমিদা বেগম।
ব্রঙ্কস সায়েন্স ও ব্রুকলিন টেকে চান্স পেয়েছেন আনুস্কা বিশ্বাস, ইতিশামুল হক, জান্নাতুল হোসেন, লতিফুল সাজেদ, ফাতেমা সিদ্দিক, মায়েশা আক্তার, শায়ান, মাদুজু মোহনা, শারিয়ান অর্ন, ইউসূফ শেখ, তসনীম আহমেদ, ক্যালভিন বারর্তি, মোহাম্মদ নুবান, মায়েশা শর্মি, নবনিতা দেবনাথ, ফারিস্তা আলম, নেথান পাকরিন, সামিয়া জামান জাহ্নবী, টেনসাং গালমো, রায়েদা তাসকিন, প্রন্তী আক্তার, আব্দুল আল রাফি, ফারাহ জামান, ফায়াজ নাহিল, শেখ শাওন, তাইলেন লামা, আসলামুল আনিন্দিতা, ফারহা জামান, ফাবিহা ব্রুকশনা, এছাড়াও ব্রকুলিন লেটিন ইকরাম আহমেদ, তানজিন ইয়াশী, এমএসসিএম তে নুশাম সাফওয়ান। এছাড়াও আরো বেশ কিছু স্টুডেন্ট চান্স পেয়েছে।
কালেক্টিভ একাডেমী থেকে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট বিশেষায়িত স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন যেখানে ৪২জন নিবন্ধন করে। এরমধ্যে ৩৩ জন শুধুমাত্র এই বছরই বিশেষায়িত স্কুলে চান্স পায়। তার চান্স পাওয়ার হার ৭৮.৬% কালেক্টিভ একাডেমীর স্টুডেন্টরা সুযোগ পেয়েছে এরমধ্যে স্টাইভেস্যান্ট: ১০, ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স: ১১, ব্রুকলিন টেক হাই স্কুল: ৬, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চ বিদ্যালয়: ৩, ইয়র্ক কলেজে বিজ্ঞানের জন্য কুইন্স হাই স্কুল: ১, ব্রুকলিন ল্যাটিন স্কুল: ২ জন।
বাংলাদেশি স্টুডেন্টদের জয়জয়কার
নিউইয়র্কের বিশেষায়িত হাইস্কুলে ভর্তির ফলাফল