নিউইয়র্কে গাইবান্ধা মুক্ত দিবস উদযাপন

ঠিকানা রিপোর্ট : ৭ ডিসেম্বর বুধবার সন্ধায় নিউইয়র্কে গাইবান্ধা সোসাইটি গাইবান্ধা মুক্ত দিবস উদযাপন করেছে। এই প্রথম কোনো আঞ্চলিক সংগঠন তাদের মুক্তির দিন উপলক্ষে বিশেষ আয়োজন করল। এজন্যে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ছাড়াও সুধীজন এই সোসাইটির প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের অনুষ্ঠানটি শুরু হয় মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের পর জ্বলন্ত মোমবাতি হাতে সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশনের মাধ্যমে। এ গানে অংশ নেন রেজা রহমান, মুক্তি সরকার, মাহফুজ তুহিন ও দিলীপ মোদক। তবলায় সঙ্গত করেন তপন মোদক। এরপরই মুক্তিযুদ্ধে গাইবান্ধার স্মৃতি নিয়ে লেখা ‘গাইবান্ধা মুক্তির বারতা” শীর্ষক পুস্তিকার মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মুক্তি সরকার, প্রচার প্রকাশনা সম্পাদক ফাহমিদা লুনাসহ অতিথিদেরকে সাথে নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়।
সংগঠনের পক্ষ থেকে মোড়ক উন্মোচনে অংশ নেন নুরন্নবী প্রধান সবুজ, আমিনুল ইসলাম, মনজুরুল হাসান সরকার,জাকিউল উদ্দিন উৎপল, প্রতীমা সরকার, শফিউল আজম, মনজুরুল ইসলাম, রত্না মরিয়ম ও মোস্তান ছিরুর রহমান। গাইবান্ধা সোসাইটির সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের মঞ্চে উপবেশন এবং বক্তব্য রাখেন গাইবান্ধার সন্তান নতুন প্রজন্মের সুবর্ণ রহমান, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার্ন্স-ইউএসএ’র সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, অধ্যাপিকা হুসনে আরা, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইনকের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির ফার্স্ট সেক্রেটারি নূরএলাহি মিনা, কন্সাল জেনারেলের প্রতিনিধি আসিফ আহমেদ, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সিটি মেয়েরের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক রেজা রহমান এবং ‘৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটি’র আহ্বায়ক আব্দুল আওয়াল দুলাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান হেনরি।
একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, নানা প্রতিবন্ধকতা সত্বে¡ও বাংলাদেশ এগিয়ে চলছে। উন্নয়নের এই অগগতি থামিয়ে দিতে কোনো কোনো মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি আবার যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে পিছিয়ে যাবে সবকিছু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গান পরিবেশন করেন শাহ মাহবুব।