নিউইয়র্কে ঢাবির শতবর্ষ উদযাপন ২৬ নভেম্বর

ঠিকানা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। ২৬ নভেম্বর শনিবার নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী, সেক্রেটারি জেনারেল মোল্লা মো. আবু কাওসার, শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মো. নিজামুল হক ভূঁইয়া, হার্ভার্ড ইউনিভার্সির্টির প্রফেসর ড. আব্দুল্লাহ্ আল শিবলী, ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের প্রফেসর ড. মোস্তফা সারোয়ার, বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম, টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনের প্রফেসর ড. এম নাসির উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ আহ্বায়ক সায়েদা আক্তার লিলি এবং সদস্য সচিব গাজী সামছুদ্দীন। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মোল্লা মনিরুজ্জামান, প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক এর প্রথম নির্বাচিত সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান। প্রধান পরামর্শদাতা (আন্তর্জাতিক) সাঈদ-উর-রব। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর কণ্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায়, ফেরদৌস আরা, চন্দন চৌধুরী, নীলিমা শশী, তামি জাকারিয়া। এছাড়াও বিপা, চন্দ্র ব্যানার্জী ড্যান্স গ্রুপ ও আড্ডা ড্যান্স একাডেমির সদস্যরা নৃত্য পরিবেশন করবেন।