নিউইয়র্কে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান রোববার

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্ববৃহৎ বিনোদনমূলক অনুষ্ঠান ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডসের ২১তম আসর বসছে আগামী ২৫ জুন রোববার জ্যামাইকার অ্যামাজুরা হলে। শোটাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে প্রায় সব শিল্পী ও কলাকুশলী নিউইয়র্কে এসে পৌঁছেছেন।
মিউজিক অ্যাওয়ার্ডসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গীতাঙ্গনের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে। থাকবে সঙ্গীত পরিবেশনা। গাইবেন ব্যান্ড তারকা জেমস, তাহসান ও চিরকুট ব্যান্ড। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, চিত্রনায়িকা প্রিয়মনি, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।
শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্ববৃহৎ বিনোদনমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসর বসতে যাচ্ছে ২৫ জুন রোববার। তবে এবারে আসরে দু’টি ভাগে সাজানো হয়েছে। ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ড। আগামী ১ জুলাই শনিবার ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড।
আলমগীর খান আলম জানান, ১২০০ আসন বিশিষ্ট জ্যামাইকার অ্যামাজুরা পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিটি মেয়র এরিক অ্যাডামস।
তিনি জানান, ভার্জিনিয়ায় আয়োজিত ঢালিউড ফিল্ম এওয়ার্ডে শো টাইম মিউজিকের সঙ্গে থাকছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন, বাইটপো,লাভ শেয়ার বিডি ও ৭১ ফাউন্ডেশন।
অন্যদিকে ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডে বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রায় ১৫ জন তারকা শিল্পী অংশগ্রহণ করবেন। এদের মধ্যে রয়েছেন পূজা চেরি, মিশা সওদাগর, জায়েদ খান, অমিত হাসান, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাজু খাদেম, তাসনিয়া ফারিণ, জিয়াউল হক পলাশ , শাহনাজ খুশি, মন্দিরা চক্রবর্তী, মডেল মিথিলা, তৃণা ও ইয়াসমিন। এছাড়াও সংগীত পরিবেশনায় রয়েছে বিশেষ চমক।