নিউইয়র্কে প্রাক্তন নটরডেমিয়ানদের আন্তর্জাতিক সম্মেলন ৭ অক্টোবর

নিউইয়র্ক : বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৭ অক্টোবর নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই। সম্মেলনটি সফল করতে গত ১৩ ফেব্রুয়ারি উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলন সফল করার লক্ষ্যে করণীয় পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কনভেনশনের আহ্বায়ক জনস হপকিন্স ইউনিভার্সিটিতে কর্মরত জনপ্রিয় উপস্থাপক, প্রাক্তন নটরডেমিয়ান ডা. মো. মোহাম্মদ নাকিবউদ্দিন। সঞ্চালনা করেন উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই-এর বর্তমান প্রেসিডেন্ট ড. ইবরুল চৌধুরী। সভার মডারেটর ছিলেন সচিব আনোয়ার আজিম।
এ সময় চিফ কো-অর্ডিনেটর রিপন সাহা সংগঠনের পূর্বের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে থেকে স্থপতি মোহাম্মদ আলামিনকে বাংলাদেশের সমন্বয়ক, ডা. জাকি আজম সিকদারকে কানাডার সমন্বয়ক নির্বাচিত করা হয়।
সভায় মাহমুদ চৌধুরী, সৈয়দ হক রানা, কামরুল হাসান, ইফতেখার আহমেদ, নাইমুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র আমেরিকার সমন্বয়ক আসরাফ বুলবুল, কাইহান সিদ্দিকী, আশফাক আহমেদ, ড. জামিল আহমেদ, রুমন প্রধান, ডা. সামিউল হাসান বাবু এবং ড. আসলাম খলিলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাক্তন নটরডেমিয়ানরা অংশ নেন।
সম্মেলনটি পৃথিবীর বিভিন্ন দেশের প্রাক্তন নটরডেমিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের মিলন মেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।
ইতিমধ্যে নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত, নটরডেম ক্লাব প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রেফায়েত উল্লাহর সাথে দেখা করে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাইয়ের বর্তমান প্রেসিডেন্ট ড. ইবরুল চৌধুরী।