ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ করবে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইন্ক। এ লক্ষ্যে কাজ করছে সংগঠনটি এবং গত ৬ জানুয়ারি শুক্রবার রাতে হ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বাংলাদেশি কমিউনিটি এবং স্থানীয় পুলিশ বিভাগের সঙ্গে যৌথ সভাও অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বাংলাদেশ ডে প্যারেডের জন্য ২৮ মে রোববার প্রস্তাব করা হয়েছে।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইন্কের প্রেসিডেন্ট ও মূলধারার রাজনীতিক শাহ শহীদুল হক সাঈদ ঠিকানাকে জানান, নিউইয়র্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম ঠিকানায় বাংলাদেশ ডে প্যারেড নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশি কমিউনিটিতে নানান আয়োজন থাকলেও বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে না। এটি স্বপ্ন হিসাবেই রয়ে গেছে। এ খবরটি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ কারণে বাংলাদেশ ডে প্যারেড আয়োজন করে বাংলাদেশিদের সে স্বপ্ন পূরণের চেষ্টা করছি।
প্রথম সভাটি স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে গেল উল্লেখ করে শাহ শহীদুল হক সাঈদ জানান, সভায় ১১৫ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার ও ডেপুটি ইন্সপেক্টর জামিল এস. তাহেরি, নিউইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ও জেবিবিএ এনওয়াইসি’র উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মহসীন ননী এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, জেবিবিএ এনওয়াই’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান ও কোষাধ্যক্ষ মফিজুর রহমান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান এবং আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় ১১৫ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার ও ডেপুটি ইন্সপেক্টর জামিল এস. তাহেরি বাংলাদেশ ডে প্যারেড আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি কমিউনিটির সবাইকে নিয়ে বাংলাদেশ ডে প্যারেড করার আশা প্রকাশ করেন।
শাহ শহীদুল হক সাঈদ জানান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট একমাত্র আয়োজক থাকবে।