ঠিকানা অনলাইন : নিউইয়র্কের বৈশাখী রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বিকালে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। এতে আহত হন একজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁয় ৩টা ৩০ এর দিকে লাল হুডি ও কালো মাস্ক পরা একজন বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এই পরিস্থিতি দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
ভিডিওতে আরও দেখা যায়, ভেতরে থাকায় একটি শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান একজন নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে হামলাকারী।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তে নেমেছে গোয়েন্দারা।
একজন কর্মচারী বলেন, ‘গুলি চালানোর সময় আমি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। প্রথমে বুঝতে পারিনি গুলি নাকি অন্যকিছু।’
সন্দেহভাজন হামলাকারী এখনও আটক হয়নি। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এসআর