ঠিকানা রিপোর্ট : কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ রচিত হয়েছিল ঐতিহাসিক ৭ মার্চের প্রেক্ষাপটে। সেই কবিতা অবলম্বনে এবার একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন। নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতাপ দাসের প্রযোজনায় এই প্রামাণ্যচিত্রে অংশগ্রহণ করেছেন দেশের গুরুত্বপূর্ণ অনেকে।
আগামী ৭ মার্চ উপলক্ষে প্রামাণ্যচিত্রটি মুক্তি দেয়ার সব ধরণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা শামীম আল আমিন। তিনি জানান, নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারের সুবিশাল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনদের উপস্থিতিতে ৪ মার্চ শনিবার সন্ধ্যা ৬টায় এই প্রামাণ্যচিত্রটি দেখানো হবে।
উদ্যোক্তারা জানিয়েছেন, উদ্বোধনী প্রদর্শনীতে এ নিয়ে আলোচনাও হবে। থাকবে সাংস্কৃতিক আয়োজন। এতে বিশিষ্ট শিল্পীরা গান, কবিতা ও নাচে অংশ নেবেন। বিশেষ একটি পর্বে অংশ নেবে শিশু-কিশোররা। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে প্রামাণ্যচিত্রটির একটি পোস্টার উন্মোচন করা হয়েছে সম্প্রতি। বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম এই পোস্টার উন্মোচন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ফকির রহমান, সঙ্গীতশিল্পী সুপ্রিয়া চৌধুরী, বিদিশা দেওয়ানজি, নাট্যশিল্পী এজাজ আলম, প্রামাণ্যচিত্রের প্রযোজক প্রতাপ দাস ও পরিচালক শামীম আল আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
পোস্টার উন্মোচন করে তাজুল ইমাম বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মূলত সেদিন বঙ্গবন্ধুর দেয়া অসামান্য সেই ভাষণে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যায়। বাঙালির গৌরবের এই অধ্যায়টিকে প্রামাণ্যচিত্র আকারে নির্মাণ বিরাট একটি উদ্যোগ বলে মনে করি। তিনি আরও বলেন, এই প্রামাণ্যচিত্রটি ভবিষ্যত প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে সাহায্য করবে।
শামীম আল আমিন আর বলেন, ভবিষ্যত প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম একটি অধ্যায় সঠিকভাবে তুলে ধরার সব ধরণের প্রচেষ্টা আমরা নিয়েছি।