ঠিকানা অনলাইন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদানের লক্ষ্যে এদিন বিকেলে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
নিউইয়র্কে পৌঁছেই প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউইয়র্ক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানাবেন।
জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন চলাকালে ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দেবেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে টেকসই সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রী নিজস্ব মতামত তুলে ধরবেন। এ ছাড়া টিকা ও প্রতিষেধকের ন্যায্য বণ্টন, রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান, নিরাপদ অভিবাসন, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোভিড-১৯-এর কারণে এবার কোনো সাইড ইভেন্ট জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে না। তবে রোহিঙ্গা সমস্যা এবং টেকসই আবাসন বিষয়ে পৃথক দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ। রোহিঙ্গা-বিষয়ক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ওই সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন।
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অন্যান্য অধিবেশন ছাড়াও ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেবেন। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ছাড়া সাইডলাইনে টেকসই আবাসন বিষয়ে আরেকটি কর্মসূচি হবে।
নিউইয়র্ক সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন। ওয়াশিংটন ডিসি সফর শেষে দেশে ফিরবেন শেখ হাসিনা।
এদিকে আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানরে দুপুর ১২টায় ভার্চুয়াল নাগরিক সংবর্ধনা আয়োজন করেছে।
ঠিকানা/এনআই