নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসীর নতুন কমিটি : সভাপতি সালাম, সেক্রেটারি জুয়েল

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনকের সাধারণ সভায় এম এ সালাম আকন্দকে সভাপতি এবং লস্কর মইজুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ৪ নভেম্বর জ্যাকসন হাইটনের ‘টক অফ দ্যা টাউন’ রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওয়াদুদ তালুকদার। সভায় ২০২২ সালের বার্ষিক বনভোজনের হিসাব প্রদান করা হয় এবং সমিতির পরবর্তী মেয়াদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। চলতি নভেম্বরের শেষ সপ্তাহে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভার তারিখ ও সময় শিগগির জানানো হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।
সভায় আগামী ৯ ডিসেম্বর সমিতির সহ-সভাপতি সবিতা রানী দাসকে জাতিসংঘ কর্তৃক ইউএস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করায় সমিতির পক্ষ থেকে তাকে টক অফ দ্যা টাউনে সংবর্ধনা প্রদান করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও প্রধান নীতি নির্ধারক ওয়াদুদ তালুকদার, সাবেক সভাপতি ও নীতি নির্ধারক ডাক্তার আব্দুস সবুর, সাবেক সভাপতি জসীম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও নীতি নির্ধারক কায়কোবাদ খান, সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহ আলম, সহ-সভাপতি প্রিন্স মৃধা, সহ-সভাপতি সবিতা রানী দাস, এম এ সালাম আকন্দ, লস্কর মইজুর রহমান জুয়েলসহ সংগঠনের অনেক সদস্য-সদস্যা। পরিশেষে প্রীতিভোজ শেষে সভার পরিসমাপ্তি ঘটে।