নিউইয়র্কে হঠাৎ তীব্র শীতের প্রকোপ

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কসহ আশেপাশের রাজ্যগুলোতে হঠাৎ করেই তীব্র শীত পড়েছে। গেল ১২ নভেম্বর শনিবারও দিনের তাপমাত্রা ছিল ৭১ ডিগ্রি ফারেনহাইট। বলতে গেলে একপ্রকার সামার অনুভূত হচ্ছিল। কিন্তু পরদিন পাল্টে যায় আবহাওয়ার চিত্র। জেঁকে বসে শীত। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে বিভিন্ন বয়সী মানুষেরা ঠাণ্ডাজনিত অসুস্থতায় পীড়িত হচ্ছেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আমেরিকার বড় অংশজুড়েই এবার তীব্র শীত পড়তে পারে। পুরো আমেরিকার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকার তাপমাত্রা কমে যাবে এবং মানুষ ঠাণ্ডায় বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হচ্ছে, ‘আমেরিকার মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পূর্ব ও দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া বিজ্ঞানীদের মতে, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৈশ্বিক আবহাওয়ার এই পরিবর্তনের আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র শীত থাকবে উত্তরের সমভূমিতে। সেখানে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যেতে পারে। কুয়াশাযুক্ত বাতাস থাকবে। শীতের তীব্রতা থাকবে পুরো অঞ্চলে।
আবহাওয়াবিদেরা বলছেন, উত্তর মেরুজুড়ে আর্কটিক অঞ্চলে শীতের বিস্ফোরণ ঘটবে। মৌসুমি শীতের পাশাপাশি মধ্য আমেরিকাজুড়ে ঝড় ও দমকা বাতাস বইতে পারে। এ বছরের নভেম্বরেই আমেরিকার মানুষ জানুয়ারি মাসের শীতের স্বাদ অনুভব করবে।
এদিকে আমেরিকার উত্তর এবং পশ্চিমে কিছু অঞ্চলে তুষার পড়তে শুরু করেছে। বুধবার পর্যন্ত এসব অঞ্চলে ৩ ইঞ্চি পর্যন্ত তুষার জমা হতে পারে। তবে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেটিকাটের বেশিরভাগ এলাকায় এক ইঞ্চির কম তুষারপাত হতে পারে। তবে নিউইয়র্ক সিটিতে আপাতত তুষারপাতের আশঙ্কা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
নিউইয়র্ক সিটির পাঁচ বরো, লং আইল্যান্ড, নিউজার্সি এবং উপকূলীয় কানেকটিকাটে বৃষ্টি দেখা দিতে পারে। ফলে এসব এলাকায় শীতের তীব্রতা আরো বাড়তে পারে।