নিউইয়র্ক ঈদগাহ’র মুসল্লিদের জন্য বিশেষ উপহার ৩,৫০০ ডলারের ফ্রি ওমরা প্যাকেজ

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক ঈদগাহর মুসল্লিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছে নিউইয়র্ক ঈদগাহ। ৩,৫০০ মূল্যমানের ফ্রি ওমরা প্যাকেজ দেয়া হবে উপহার হিসাবে। এই ব্যাপারে বলা হয়েছে, এই সুযোগটি লটারীর মাধ্যমে নিউইয়র্ক ঈদগাহর শুধুমাত্র সেইসব মুসল্লিদের জন্য থাকবে। যারা ঈদের দিন নিউইয়র্ক ঈদগায় সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রতি ঘন্টার ৫টি জামাতের যেকোনো একটিতে অংশগ্রহণ করে টিকিট গ্রহণ করবেন। ১১ টায় অনুষ্ঠিত শেষ
জামাতটি শেষে আমাদের স্পন্সর কম্যিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বিজয়ীর নম্বর ও নাম তুলে ঘোষণা করবেন।
মাওলানা কাজী কায়্যূম জানান, নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাতের যেকোন একটিতে নামাজ আদায় করে এই সুযোগটি আপনিও নিতে পারেন। লটারীতে মহিলা ও নতুন প্রজন্মরাও অংশগ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, ২০১১ সনে নিউইয়র্ক ঈদগাহ প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল আমরা আমাদের নিউইয়র্ক মুসলিম কম্যিউনিটি ও নতুন প্রজন্মকে আমাদের ইসলামী তাহজীব-তামাদ্দুন এবং সুষ্ঠু ইসলামী সংস্কৃতির ঈদ নামাজ ঈদগাহে এসে পড়ার ও উদযাপন করার রীতিটির প্রচলন করা। আপনাদের সকলের একান্ত আন্তরিক সহযোগিতায় নিউইয়র্ক ঈদগাহ এর অভিষ্ট পথে এগিয়ে চলেছে। বৃষ্টি হলে ডাইভার্সিটি প্লাজার পার্শ্ববর্তী কাবাব কিং এর দোতলায় জামাতগুলো অনুষ্ঠিত হবে।
আরো জানানো হয়, এবারের ফেতরা জনপ্রতি ২০ ডলার করে ধার্য্য করা হয়েছে। আপনার জাকাত-ফেতরা এবং অনুদানের অর্থ জামাত শুরুর আগে আগে স্বেচ্ছাসেবকদের কাছে রাখা বক্সে দান করুন। মহিলাদের জন্যও নামাজের বাবস্থা থাকবে। সবাইকে অজু পড়ে জায়নামাজ সহ আসার অনুরোধ করা যাচ্ছে। নিউইয়র্ক ঈদগাহ টীমের পক্ষ থেকে সকল বাংলাদেশীকে অনেক অনেক ঈদ মোবারক!