নিউইয়র্ক পুলিশের এইড সার্ভিসে যোগ দিলেন নূপুর চৌধুরী

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) অ্যাডমিনিস্ট্রেটিভ এইড হিসাবে যোগদান করলেন সাংবাদিক শামসুন নাহার নূপুর। তিনি নূপুর চৌধুরী নামে বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত। পুলিশ একাডেমিতে তিনমাসের প্রশিক্ষণ শেষ করে গত ২৭ ডিসেম্বর বুধবার পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েলের কাছ থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট গ্রহণ করেন। তাকে নিয়োগ দেওয়া হয়েছে কুইন্স ভিলেজের ১০৫ প্রিসিঙ্কটে।

নিউইয়র্ক : পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েলের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন নূপুর চৌধুরী।

নূপুর চৌধুরী ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। বাংলাদেশ টেলিভিশন, রেডিও টুডে, সিএসবি, চ্যানেল ওয়ান এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে কাজ করেছেন তিনি। এছাড়াও নিউইয়র্কের জনপ্রিয় টেলিভিশন টিবিএন২৪-এ চিফ নিউজ এডিটর অ্যান্ড প্রেজেন্টার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। হেড অব নিউজ ছিলেন আইবিটিভি ইউএসতে। তার বাবাও বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক সামসুদ্দীন আবুল কালাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করা নূপুর চৌধুরী তুখোড় বিতার্কিক ছিলেন। আন্ত বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াসহ পেয়েছেন নানান পুরস্কার। নিউইয়র্কের সম্মানজনক প্রতিষ্ঠান পুলিশ বিভাগে নতুন এই কাজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নূপুর চৌধুরী এবং তার পরিবার।
নূপুর চৌধুরীর স্বামী মো. বখতিয়ার চৌধুরী ইউএস পোস্টাল সার্ভিসে কর্মরত। একমাত্র সন্তান চৌধুরী জারিন সাইয়ারা সিক্সথ গ্রেডের ছাত্রী। বাপা’র প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি লেফটেন্যান্ট একেএম আলম এক বিবৃতিতে নূপুর চৌধুরীর পুলিশ বিভাগে যোগদান করায় অভিনন্দন জানিয়েছেন।

নিউইয়র্ক : স্বামী ও সন্তানের সঙ্গে নূপুর চৌধুরী।