ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটিতে ডেলিভারিম্যানদের বেতন বাড়ছে। ২০২৫ সালের মধ্যে তাদের বেতন হবে ১৯.৯৬ ডলার। নতুন নির্ধারিত বেতন কার্যকর হবে আগামী ১১ জুলাই থেকে। নিউইয়র্ক সিটির ডেলিভারিম্যানদের বেতন বাড়ানোর বিষয়টি এত দিন আলোচনাধীন ও প্রক্রিয়াধীন ছিল। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস নতুন বেতন ঘোষণা করেছেন। যারা রেস্টুরেন্টের খাবার ডেলিভারির সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের বেতন বাড়ানোর হারটি রেস্টুরেন্ট মালিক ও অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। কেউ ন্যায্য বেতন না পেলে ভোক্তা ও কর্মী সুরক্ষা বিভাগে অভিযোগ দিতে পারবেন। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ওই কর্মীর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
নিউইয়র্ক সিটির খাবার ডেলিভারির সঙ্গে সম্পৃক্ত কর্মীরা যে অবস্থায়ই থাক না কেন তারা মানুষের জন্য খাবার সরবরাহ করেন। প্যান্ডামিকের সময় এসব ডেলিভারিম্যান নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে গেছেন। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে অনেকেই শুক্রবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যান অথবা সিনেমা দেখেন। এদিন তারা রান্না করেন না। বাইরে খাবারের অর্ডার দেন। বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ডেলিভারিম্যানরা খাবার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। এসব খাবার খেয়ে মানুষ তৃপ্ত হলেও ডেলিভারিম্যানরা খেয়েছে কি না, সেই খবর কেউ রাখে না।
এ বিষয়ে ১১ জুন ভোক্তা ও কর্মী সুরক্ষা বিভাগের কমিশনার ভিলদা ভেরা মায়ুগা বলেন, আমাদের পরিবারের একটি ঐতিহ্য আছে এবং তা হলো প্রতি শুক্রবার হলো সিনেমার রাত। আমার বাচ্চারা সত্যিই এটির জন্য অপেক্ষা করে। আমরা রাতে খাবার অর্ডার করি। তাই এটি আমাদের কাছে খুবই বিশেষ কিছু এবং আমাদের সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ডেলিভারি কর্মীদের ওপর আমরা নির্ভর করি। আমরা একটি সপ্তাহ কাজ করার পর আবার নতুন সপ্তাহের কাজ শুরু করার জন্য সিনেমা দেখার সময় খাবার অর্ডার করা একটি গুরুত্বপূর্ণ কাজ। অ্যাপভিত্তিক রেস্তোরাঁ ডেলিভারি কর্মীরা আমাদের শহরে বৃষ্টি, তুষার এবং প্রচণ্ড গরমের মধ্যেও খাবার পরিবেশন করেন ন্যূনতম মজুরিতে। মহামারিজুড়ে তারা সরাসরি আমাদের দরজায় গরম খাবার সরবরাহ করেছেন। আমাদেরকে বাড়ির ভেতরে নিরাপদ ও সুস্থ থাকতে সাহায্য করেছেন। এই শ্রমিকদের একটি মর্যাদাপূর্ণ বেতন নিশ্চিত করা প্রয়োজন। অন্য সব শ্রমিকের মতো ডেলিভারি কর্মীরাও তাদের শ্রমের জন্য ন্যায্য বেতন পাওয়ার যোগ্য, যাতে নিজেদের এবং তাদের প্রিয়জনকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।
তিনি বলেন, ২০২৫ সালে বেতনের নতুন হার সম্পূর্ণ কার্যকর হলে এই কর্মীরা প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৯.৯৬ ডলার পাবেন। এটি কার্যকর হওয়ার মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির ৬০ হাজারেরও বেশি অ্যাপভিত্তিক রেস্তোরাঁর ডেলিভারি কর্মী মর্যাদাপূর্ণ বেতন পাবেন। তা নিশ্চিত করার জন্য আমরা খরমরধ এবং খউট-এর মতো আইনজীবী এবং কর্মী গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব।