নিউইয়র্ক সিটির প্রবেশন ডিপার্টমেন্টে নিয়োগ চলছে

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব প্রবেশনে (ডিওপি) লোকবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ৭ জুন থেকে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে, শেষ হবে আগামী ২৭ জুন। এই সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
ডিওপির পক্ষ থেকে বলা হচ্ছে, ফৌজদারি বিচার, সামাজিক কাজ, প্রোগ্রাম ম্যানেজমেন্ট বা সম্প্রদায়ের সম্পর্কের ক্ষেত্রে অর্থপূর্ণ ক্যারিয়ার গড়তে চাইলে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব প্রবেশনে বিভিন্ন পদে যোগ দিন। প্রতিদিন নিউইয়র্ক সিটি প্রবেশনের কর্মীরা প্রবেশনরত লোকদের তত্ত্বাবধান করেন এবং অর্থপূর্ণ শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, পারিবারিক সম্পৃক্ততা এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে ফৌজদারি বিচারব্যবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি করে শক্তিশালী ও নিরাপদ সম্প্রদায় গড়ে তুলতে সাহায্য করেন। ফলে আগ্রহী ব্যক্তিরা এসব কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারেন।
সংস্থাটি জানিয়েছে, সিটি প্রবেশন অফিসার পদে আবেদন করতে হলে প্রথমে অনলাইনে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর পরীক্ষার বিজ্ঞপ্তি দেখতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির সব যোগ্যতা থাকলে পরীক্ষার জন্য তিনি অনলাইনে আবেদন করতে পারবেন (৩১৪৩ প্রবেশন অফিসার)। অনলাইনে আবেদন করার জন্য এনওয়াইসি.গভ/জয়েনডিওপি সাইটে গিয়ে আবেদন করতে হবে।
প্রবেশন ডিপার্টমেন্টে চাকরিতে যোগ দিলে যেসব সুবিধা পাওয়া যাবে, সেগুলো হলো পেনশন পরিকল্পনা এবং বিকল্প অবসর পরিকল্পনা [৪০১ (কে) আইআরএ], স্বাস্থ্য পরিকল্পনা : ১১টি পরিকল্পনা থেকে বেছে নেওয়া যাবে, স্বাস্থ্য কভারেজ এবং সমকামী বিবাহ ও ডমেস্টিক পার্টনারসহ পরিবারের জন্য সুবিধা, অপটিক্যাল ও ডেন্টাল কভারেজ, ফেক্সিবল স্পেন্ডিং অ্যাকাউন্ট প্রোগ্রাম, গ্রুপ দীর্ঘমেয়াদি যত্ন বিমা, বিলম্বিত ক্ষতিপূরণ পরিকল্পনা, নির্ভরশীল যত্ন সহায়তা প্রোগ্রাম, নিউইয়র্কের কলেজ সেভিংস প্রোগ্রাম, ট্রানজিট চেক, প্রদত্ত অসুস্থ ছুটি এবং বার্ষিক ছুটি সুবিধা।