নিউইয়র্ক সিটি পুলিশে নিয়োগ চলছে

আবেদনের শেষ দিন ২৭ জুন

নাশরাত আর্শিয়ানা চৌধুরী : নিউইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বিভিন্ন পদে চাকরিতে নিয়োগ চলছে। মাঠপর্যায়ের লোকবলের পাশাপাশি অফিশিয়াল এবং অন্যান্য বিভিন্ন পদে লোকবল নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কোন পদের কোন পরীক্ষার নম্বর কত, তা উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে। যোগ্য আগ্রহী প্রার্থীদের পছন্দনীয় পদে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবেদন করার আগে অবশ্যই নোটিশ পড়ে নিতে হবে। এ ব্যাপারে ২১২-রিক্রুট-এনওয়াইপিডিরিক্রুট.কম এই সাইটে গিয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ বিভাগ ও ট্রাফিক বিভাগে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ইতিমধ্যে কমিউনিটির বিভিন্ন এলাকার মানুষকে অবহিত করা হচ্ছে। পুলিশ ও ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত সদস্যরা নিয়োগ-সংক্রান্ত বিভিন্ন ব্রুশিয়ার, লিফলেট, ফ্লায়ার বিলি করছেন। তারা এই দুটি ডিপার্টমেন্ট সম্পর্কে মানুষকে অবহিত করছেন।
এরই অংশ হিসেবে গত ১৩ জুন সকালে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় পুলিশের একটি টিম আসে। ওই টিমে একজন বাংলাদেশি আমেরিকান পুলিশও ছিলেন। টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মিস্টার ডগলাস। তিনি বলেন, পুলিশ ও ট্রাফিকে বিভিন্ন পদে নারী-পুরুষ নিয়োগ করা হচ্ছে। পুলিশ ডিপার্টমেন্টে নারী-পুরুষ যে কেউ যোগ্য হলে যোগ দিতে পারবেন। পুলিশে চাকরি নিয়ে নিউইয়র্ক সিটিতে নিযুক্ত হয়ে নিজের কমিউনিটির ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন। পুলিশে যোগ দেওয়ার বিভিন্ন সুবিধা রয়েছে। ভ্যাকেশন পেইড, পেইড সিক লিভ, রিটায়ারমেন্ট ফান্ড, সেলারি, কমপেনসেশন সংযুক্ত লংজিবিটি পে, হলিডে পে, ইউনিফর্ম অ্যালাউন্স, নেইবারহুড পলিসিং ডিফারেনশিয়াল, ওভারটাইম, নাইট ডিফারেনশিয়াল, বিভিন্ন ধরনের ক্ষতিপূরণসহ একজন অফিসার বছরে এক লাখ ডলার আয় করতে পারবেন। বেতন শুরু হবে ৪২ হাজার ৫০০ ডলার দিয়ে। আর সাড়ে পাঁচ বছর চাকরি করার পর বেতন হবে ৮৫ হাজার ২৯২ ডলার। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা তো থাকছেই। মিলিটারি ভ্যাটেরান্সরাও নিউইয়র্ক পুলিশে যোগ দিতে পারেন। তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ, ট্রেনিং, স্কিলস, ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে। ৭ জুন থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৭ জুন পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পুলিশে যোগ দেওয়ার জন্য প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর। তবে সাড়ে সতেরো বছর হলেই পুলিশে যোগ দেওয়ার জন্য পুলিশ অফিসার এন্ট্রেস এক্সাম নিতে পারবে আগ্রহীরা। ৩৫ বছর পর্যন্ত আবেদন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। পুলিশে যোগ দেওয়ার জন্য কলেজের ৬০ ক্রেডিট থাকতে হবে। জিপিএ থাকতে হবে কমপক্ষে ২.০, অথবা দুই বছরের অ্যাকটিভ মিলিটারি সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে।
রেসিডেন্সির বিষয়ে বলা হয়েছে, পুলিশে নিয়োগ পেতে হলে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, নিউইয়র্কের ভ্যালিড ড্রাইভার্স লাইসেন্স থাকতে হবে, নিয়োগের ৩০ দিনের মধ্যে নিউইয়র্ক সিটির পাঁচ বরোর যেকোনো একটির সিটিতে বসবাস করতে হবে অথবা নাসাউ, সাফক, রকল্যান্ড, ওয়েচেস্টার, পুটনাম, অরেঞ্জ কাউন্টির বাসিন্দা হতে হবে।
হেয়ারিং প্রসেসের বিষয়ে বলা হয়েছে, এনওয়াইসি.গভ.ওএএসওয়াইএস এ গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে বিভিন্ন ধাপ রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে এবং পাস করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেডিকেল এক্সাম, লিখিত ও মৌখিক সাইকোলজিক্যাল এক্সাম, ব্র্যাকগ্রাউন্ড ক্যারেক্টার ইনভেস্টিগেশন টেস্ট পরীক্ষায় পাস করতে হবে। এরপর জব স্ট্যান্ডার্ড টেস্টে পাস করতে হবে। এর মধ্যে স্প্রিন্টিং ৫০ ফুট, সারমাউন্টিংয়ে ব্যারিয়ার, ক্ল্যাম্বিং স্টেয়ার্স, রানিং প্যারাস্যুট পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক শক্তি পরীক্ষা দিতে হবে। ড্রাগ টেস্টের পরীক্ষায়ও পাস করতে হবে। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করার পর পুলিশে ট্রেনিং নিতে হবে। সফলভাবে ট্রেনিং সম্পন্ন করার পর তারা অফিসার হিসেবে কাজ যোগ দেবেন। সময়মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীকে সবকিছু জানাবে।