নিউইয়র্ক স্টেট বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট বিএনপির বিক্ষোভ সমাবেশ।

ঠিকানা রিপোর্ট : নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিএনপির ১০ দফার সমর্থনে ১১ ফেব্রয়ারি শনিবার নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুবদল, শ্রমিক দল, জাসাসের নেতা-কর্মীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ এনে বলেন, মামলা-হামলায় কখনো আন্দোলন দমন করা সম্ভব হয়নি। সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান। সঞ্চালনা করেন সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ এবং যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোটে জামাল আহমেদ জনি।


বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা মার্শাল মুরাদ, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি ও নিউইয়র্ক স্টেট বিএনপির অন্যতম সদস্য জসিম উদ্দিন ভিপি, যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, বদরুল হক আজাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাওসার, মো. আশরাফ হোসেন, মো আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক সাংবাদিক আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান। অতিথি হিসেবে আরো বক্তব্য দেন আবদুল কাইয়ুম, জিয়াউর রহমান মিলন, মো. রইচ উদ্দিন, আলমগীর হোসেন, রুবেল হাসান, শ্রমিকদলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাঙ্গীর এম আলম, সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোহাম্মদ আনোয়ারুল হোসেন শাহীন, স্টেট শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবীর, যুবদলের নেতা মনির হোসেন। পদযাত্রায় স্লোগানে নেতৃত্ব দেন যুবদলের মীর মিজান।
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, বিএনপির বাংলাদেশের কর্মসূচির সাথে সঙ্গতি রেখে পরবর্তী প্রতিটি কর্মসূচি নিউইয়র্কে পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকলকে সরব থাকতে হবে।