ঠিকানা রিপোর্ট: ’বিবকের বন্ধ দরজায়, শব্দের হাতুড়িকে আজ হানো’- এই স্লোগান ধারণ করেই নিউইয়র্কে উদযাপন করা হলো আবৃত্তি উৎসব। প্রবাসের প্রায় ৩০ জন কবি এবং আবৃত্তিকাসহ কবি, লেখক এবং সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং নাট্য অভিনেতা ড. সালেক খান। কবি ও ভাষা সংগ্রামী বেলাল চৌধুরী এবং আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফকে উৎসর্গ এই চমৎকার অনুষ্ঠানটি গত ১৩ মে সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সদস্য সচিব গোপন সাহার উপস্থাপনায় উদ্বোধনী পর্বে ড. সালেক খান ছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা ও আবৃত্তিকার মিথুন আহমেদ, মাহতাব হোসেন ও আবহায়ক আবীর আলমগীর।
প্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধনের সময় স্মৃতিচারণকালে সালেক খান ১৯৭৬ সালের প্রসঙ্গ টেনে আনেন। বাংলাদেশ টেলিভিশনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শিক্ষাঙ্গন নামে একটি অনুষ্ঠান সরাসরি দেখানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন বেলাল বেগ।ি অনুষ্ঠাটি উপস্থাপনার জন্য তিনি উপস্থাপক খুঁজছিলেন। গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেকের পরীক্ষা নিলেন। টিকলাম আমি এবং মিতা চৌধুরী। অনুষ্ঠান তৈরি করা হলো। সরাসরি সম্প্রচারও করা হয়নি। তাই আমি ভয়ে ভয়ে আমার এক বন্ধুর বাসায় গিয়ে দেখলাম। অনুষ্ঠান দেখে শেষে বাসায় ঢুকতেই বাবা বললেন, তোমাকে লেখাপড়া করতে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি, লিখাপড়া নয়। কারণ আমি এই শব্দটি ভুল উচ্চরণ করেছিলাম।
তিনি বলেন, ভয় ছাড়া কোন কিছুই শেখা সম্ভব নয়। ভয় না থাকলে আবৃত্তি- আমৃত্তি হয়ে যাবে। এর পর পরই তিনি প্রদীপ জ্বালিয়ে আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথি সালেক খান ও মিথুন আহমেদকে উত্তরণীয় পরিয়ে দেন বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ এবং ফুল দিয়ে অভিনন্দন জানান রাহাত মুক্তাদির।
আবৃত্তি উৎসবের পুরো আয়োজন এবং পরিবেশনা ছিলো চমৎকার। মঞ্চ তৈরি এবং অডিটোরিয়াম সাজানো হয়েছে বর্ণিল ভাবে। তা ছাড়া কখনো একক আবার কখনো সম্মিলিতভাবে কবিতা আবৃত্তি উপস্থিত সবার হৃদয় ছুঁয়েছে ও সকলকে আপ্লুত করেছে।
কবিতা আবৃত্তি করেছেন আহকাম উল্লাহ, আবীর আলমগীর, আনোয়রুল হক লাভলু, আশরাফুল হাবিব চৌধুরী মিহির, গোপন সাহা, এজাজ আলম, জয়া ভট্টাচার্য, ড. বিলকিস রহমান দোলা, নজরুল কবীর, নাসিমা আক্তার, তাহরিনা পারভীন, দুরের মাকনুন নবনী, পারভীন সুলতানা, ফারুক আজম, ফারহানা পলি, ফারুক ফয়সাল, মিথুন আহমেদ, মুমু আনসারি, মিজানুর রহমান বিপ্লব, মেহের কবির, মিজানুর রহমান প্রধান, মোল্লা বাহাউদ্দিন, রিপা নূর, লুৎফুন নাহার লতা, লুবনা কাইজার, শ্যামালিপি শ্যামা, শুল্কা রায়, শফুজ্জামান মুকুল, শিরিন বকুল, শান্তা শ্রবণী, সেমন্তী ওয়াহেদ, সংঘমিত্র ভট্টাচার্য, হোসেন শাহরিয়ার তৈমুর, হীরা চৌধুরী, আবিবা ইমাম দ্যুতি, গুঞ্জরী সাহা, জারিন মাইশা, নাহরিন ইসলাম, মুন জেবিন হাই, নূহা কাওসার, লিওনা মুহিত।