ঠিকানা রিপোর্ট: বাংলাদেশের গর্ব এবং সারা বিশ্বের নম্বর ওয়ান আল রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট খেলতে গিয়েই সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিল আল হাসান বিশ্বের প্রায় সব কটি টি-২০ ক্রিকেট টুর্মানেমেন্ট অংশগ্রহণ করছেন এবং বাংলাদেশ ও দেশবাসীর জন্য গর্ব বয়ে এনেছেন। সেই আল রাউন্ডার সাকিব আল হাসান আগামী ১০ জুন স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ আমেরিকায় আসছেন। এবার ঈদ তিনি শ্বশুর বাড়িতেই উদযাপন করবেন। ঐ সময়ে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সেই সিরিজের আগে তিনি আমেরিকায় আসছেন আগামী ১০ জুন এবং থাকবেন ২৪ জুন পর্যন্ত। ২৫ জুন দিনি ওয়েস্ট ইন্ডিজ যাবেন। আমেরিকায় অবস্থানকালে শো টাইম মিউজিক এন্ড প্লের প্রেসিডেন্ট আলমগীর খান আলম তাকে নিয়ে ঈদ উৎসব উইথ সাকিব আল হাসান নামে একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন নিউইয়র্কে। এটি আগামী ১৭ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে অনুষ্ঠিত হবে। আলমগীর খান আলম জানান, অনুষ্ঠানে সাকিবের সাথে আরো থাকবেন তার স্ত্রী শিশির। অনুষ্ঠানে শুধুমাত্র টিকেট সংগ্রহকারীরাই সাকিব আল হাসানের সাথে ছবি তুলতে পারবেন এবং কথা বলার সুযোগ পাবেন।
- বিজ্ঞাপন -