নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালি মালিকানায় স্থাপিত প্রথম ট্যাক্স প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠানÑ কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের সেমিস্টার গত ১১ মে, শুক্রবার, থেকে শুরু হয়েছে। ক্লাস সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলবে।
ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার এবং এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, তিন মাসের এ কোর্সে ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড প্ল্যানিং বিষয়ে কম্প্রিহেনসিভ প্রশিক্ষণ দেয়া হয়। এ অ্যানুয়েল ফাইলিং সিজন প্রোগ্রামে অভিজ্ঞ ইন্সট্রাকটররা ক্লাস নেন। ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেয়া হয় এ কোর্সে। তিন মাসে ৬০ ঘন্টার ১৮ সিই ক্রেডিটের এ কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের গড়ে তোলা হয় একজন দক্ষ ট্যাক্স প্রফেশনাল হিসেবে। সাফল্যের সাথে কোর্স সম্পন্নকারীদের নাম ট্যাক্স প্রিপেয়ার হিসেবে এন্ট্রি থাকবে আইআরএস’র ডাটা বেইসে। এ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটপ্রাপ্তরা তাই সহজেই নিজেদের নিয়োজিত করতে পারেন ট্যাক্স প্রফেশনে। কোর্স সম্পন্নকারীদের জব পেতেও সহযোগিতা করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল এমবিএ ডিগ্রিধারী মোহাম্মদ হাসেম জানান, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সেবায় ট্যাক্স স্কুলটি চালু করেছেন তারা। তিনি জানান, ট্যাক্স কোর্সে ভর্তির জন্য ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের ১১ মে শুরু হওয়া ব্যাচ শেষ হবে জুলাই মাসে।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম আরো জানান, তিন মাসের ট্যাক্স কোর্সে প্রতি বছর দু’টি সেমিস্টারে ক্লাস নেয়া হয়। প্রতি সেমিস্টারে তিনটি ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থী নেয়া হয়। একটি সেমিস্টার মে-জুলাই এবং অপরটি সেপ্টেম্বর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। পরবর্তী সেমিস্টারের জন্য ভর্তি চলছে। নাম মাত্র ফি নেয়া হয় প্রশিক্ষণার্থীদের কাছ থেকে।