নিউইয়র্কে জেলডিনকে এন্ডোর্স করলেন ট্রাম্প

ঠিকানা রিপোর্ট : অবশেষে নিউইয়র্কের গভর্নর পদে নির্বাচনের জন্য রিপাবলিকান লি জেলডিনকে এন্ডোর্র্স করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৬ অক্টোবর রবিবার জেলডিনকে তার ‘সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ অনুমোদন’ দিয়েছেন। তিনি গভর্নর ক্যাথি হোকুলের বিরুদ্ধে রিপাবলিকান এই প্রতিদ্বন্দ্বীকে ‘সীমান্ত, অপরাধ, মহান সামরিক বাহিনী ও বীর যোদ্ধাদের অতন্দ্র প্রহরী’ বলে উল্লেখ করেন।
৪৫ তম কমান্ডার-ইন-চিফ ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রবিবার লিখেছেন, ‘আমি বহু বছর ধরে কংগ্রেসম্যান লি জেলডিনকে দেখেছি ও চিনি। তিনি একজন বড় মাপের ও বিজ্ঞ আইনজীবী।’
ট্রাম্প বলেন, ‘সীমান্ত, অপরাধ, আমাদের মহান সামরিক বাহিনী ও বীর যোদ্ধাদের বিষয়ে লির অবস্থান বেশ শক্ত। তিনি আমাদের ২য় সংশোধনী রক্ষার জন্য কঠোর লড়াই করেছেন ও সফল হয়েছেন। লি জেলডিন ​​একজন সফল ব্যক্তি। তিনি নিউইয়র্কের বড়মাপের একজন মহান গভর্নর হবেন। এ ব্যাপারে আমার সম্পূর্ণ এবং পূর্ণ অনুমোদন আছে। শুভকামনা লি।’
৮ নভেম্বরের নির্বাচনের আর মাত্র কদিন বাকি। এরই মধ্যে লং আইল্যান্ড রিপাবলিকান লি জেলডিন জনমত জরিপে হোকুলের সঙ্গে তার ব্যবধান অনেকটা কমিয়ে এনেছেন। আগে দুই অংকের ব্যবধানে এগিয়ে ছিলেন হোকুল। এখন তা কমে এক অংকে দাঁড়িয়েছে। অর্থাৎ দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই আশা করা হচ্ছে। সেপ্টেম্বর শেষে রিয়েলক্লিয়ার পলিটিক্সের জনমত জরিপ অনুযায়ী, হোকুল এখন জেল্ডিনের চেয়ে মাত্র ৫.৩ পয়েন্টে এগিয়ে আছেন।
জেলডিন তার প্রচারাভিযানের সময় নিউইয়র্কের জামিন সংস্কার এবং ক্রমবর্ধমান অপরাধের সংখ্যা নিয়ে হোকুলকে আক্রমণ করে যাচ্ছেন।
গত ২৮ জুন নিউইয়র্ক রাজ্যের গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রাইমারির সময় ট্রাম্প নিরপেক্ষ ছিলেন। তারপর থেকে তিনি জেলডিনকে সমর্থন করছেন।
ট্রাম্প গত মাসে নিউজার্সির একটি তহবিল সংগ্রহ অভিযানে জেলডিন ​​প্রচারণাকে ১.৫ মিলিয়ন ডলার সংগ্রহে সহায়তা করেন।
তিনি দাতাদের বলেন, ‘জেলডিন ‘ইমপিচমেন্ট প্রতারণা নম্বর এক ও ইমপিচমেন্ট প্রতারণা নম্বর দুই এবং প্রচুর স্ক্যাম’ কাটিয়ে উঠতে আমাকে সহায়তা করেছেন।’ ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার জন্য সাফোক কাউন্টির (লং আইল্যান্ড) কংগ্রেসম্যান জেলডিনের ব্যর্থ প্রচেষ্টার কথাও তিনি উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘জেলডিন আমার জন্য পাগল। তিনি আমার কণ্ঠস্বর প্রতিধ্বনিকারী ব্যক্তিদের মধ্যে একজন।’