ঠিকানা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোশিয়েশন ইউএসএ ইনকের উদ্যোগে গত ৫ ডিসেম্বর রবিবার কুইন্সের জ্যামাইকার একটি রেস্টুরেন্টে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন এখন এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। সভাটি দুপুর ১২টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। সকল বক্তাই উত্তর আমেরিকায় তথা নিউ ইয়র্কে একটি সফল, অর্থবহ. ইতিহাস নির্ভর ও আনন্দায়ক অনুষ্ঠানের মধ্যমে “ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদ্যাপনের” পক্ষে জোরালো বক্তব্য রাখেন। এই সভায় এলামনাই এসোসিয়েশনের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ ও বিশিষ্ট এলোমনাইদের মধ্যে সাইদুর রব, আলী ইমাম, মিনহাজ আহম্মেদ, এস,এম আলম, শামসুন্নাহার নুপুর, ডা: সারওয়ারুল হাসান, খোরশেদ আলম, আব্দুল মতিন, ইউসুফ আলী, আবুল কালাম আজাদ, রিনা সাহা, হানিফ মজুমদার, তৈয়বুর রহমান হারুন, সাইফুল ইসলাম ভূঞা, আজহার আলী, সাইফুল ইসলাম খান, তাজুল ইসলাম, সাইদা আক্তার লিলি, এড. মজিবুর রহমান, রওশন আরা কাজল, গোলাম মোস্তফা, মোহাম্মদ হোসেন খান উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহন করেন। এই সভা আগামী মে মাসের মেমোরিয়াল ডে লং উইকেন্ডে শতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ সভায় এই অনুষ্ঠানটি সুসংগঠিতভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে খুব শীঘ্রই একটি যোগ্যতম উদ্যাপন কমিটি” গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।