নিউইয়র্কে দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিউইয়র্ক : ঐতিহাসিক বদর দিবসে নিউইয়র্কে ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র হিফজুল কুরআন প্রতিযোগিতা। গত ২ জুন শনিবার ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত, ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সভাপতি মাওলানা সাইয়্যিদ সাজিদুল হকের সভাতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সেক্রেটারী ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, হাফেজ ওহী আহমদ চৌধুরী, হাফেজ জমশেদ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীনসহ দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষক ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্ররা।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে প্রায় ৩০ জন প্রতিযোগি অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী সহ সকল অংশ গ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।
পবিত্র কুরআন-হাদিসের আলোকে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচকরা বলেন, ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরির ১৭ ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়। এ দিনটি বদর দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। বক্তারা বলেন, মুসলমানদের সাথে বিধর্মীদের সংঘটিত যুদ্ধগুলোর মধ্যে বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য সবচেয়ে গুারুত্বপূর্ণ যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন অপরপক্ষে কাফেরদের সংখ্যা ছিল ১ হাজার। এ অসম যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হন।
অনুষ্ঠানে দেশ, প্রবাস ও মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।