নিউইয়র্ক : নিউইয়র্কে ধর্মীয় আমেজে অনুষ্ঠিত হয়েছে দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক সেমিনার। গত ৬ মে, রোববার, ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং সভাপতি মাওলানা সাইয়্যিদ সাজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেটের বিশ্বনাথ মিয়ার বাজার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মুক্তাদির খাঁন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র সেক্রেটারি ও পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো. মাঈনুল ইসলাম, হাফেজ ওহী আহমদ চৌধুরী, হাফেজ জমশেদ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা-সভাপতি আলহাজ গিয়াসউদ্দীনসহ দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষক ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র সাইফুল ইসলাম, ইয়াহদি চৌধুরী, মিজান, রুহিদ, নাহিদ, হাসান মাহাদি চৌধুরী, সাফয়ান প্রমুখ।
বক্তারা রামাদানের তাৎপর্য নিয়ে বিশদ আলোচন করেন। সেমিনারে দেশ, প্রবাস ও মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।