নিউইয়র্কে ধামাকা নাইট ১৭ মার্চ

ঠিকানা রিপোর্ট: ফুলকলি ফাউন্ডেশনের আয়োজনে নিউইয়র্কের শিল্পীদের নিয়ে আগামী ১৭ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক ধামাকা নাইট। সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, চন্দন চৌধুরী, রানো নেওয়াজ, চন্দ্রা রায়, রাজিব, লিমন চৌধুরী, শীমুল খান, নাজিয়া লীনা, সবুজ, মিলন রায়, সজিব, রাজ, শিশু শিল্পী সপ্তর্ষী বণিক ও মাটি ব্যান্ড।

ফুলকলি ছাড়াও এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন এনওয়াই ইন্সুরেন্স ও জেবিবিএ’র একাংশের সভাপতি শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিবিদ ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট রিয়েলএস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সালাম ভুইয়া, মইনুল আলম, কাইয়্যূম মোহাম্মদ ও বেলাল আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মক্ত। সুতরাং পরিবার, পরিজন এবং বন্ধু- বান্ধব নিয়ে সবাই অংশগ্রহণ করতে পারবেন।