ঠিকানা রিপোর্ট: নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১০ ডলার আবার কোন কোন মসজিদে জনপ্রতি ১২ ডলার ধার্য্য করা হয়েছে। নিউইয়র্কের বিভিন্ন মসজিদের ইমামদের সাথে আলাপকালে তারা জানান, এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১০ ডলার, আবার কোন কোন মসজিদে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। একজন মাওলানা জানান, পণ্যের মূল্য অনুযায়ী ২/৩ ডলার ব্যবধান হতেই পারে। ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস বা যবের মধ্যে সামর্থ অনুযায়ী যে কোন একটি পণ্যের তিন কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসাবে আদায় করতে হয়।
উল্লেখ্য, বাংলাদেশে ফিতরা ধার্য্য করা হয়েছে সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ২৩১০ টাকা।