নিউইয়র্কে বরিশাল সিটি কাউন্সিলরের মৃত্যু

ঠিকানা রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ আলী খান বাদশা ৮ অক্টোবর (শনিবার) নিউইয়ার্কের একটি হাসপাতালে স্থানীয় সময় বিকাল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রচি।

তিনি জানান, বাবা শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এক মাস আগে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়। সেখান থেকে দুই সপ্তাহ আগে নিউইয়র্কে একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। দুই দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আজ ৮ অক্টোবর (শনিবার) বিকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বরিশাল পৌরসভা থাকাকালীন সময়ে তিনি ৯ নম্বর ওয়ার্ডের প্রথম কমিশনার নির্বাচিত হন। এরপর সিটি করপোরেশনে রূপান্তরিত হলে মোট ৫ বার কাউন্সিলর নির্বাচিত হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোশারফ আলী খান বাদশার মরদেহ দেশে ফিরলে নগরীর মুসলিম গোরস্থানে দাফনের কথা জানিয়েছেন পরিবার থেকে।

ঠিকানা/এসআর