ঠিকানা রিপোর্ট: আগামী ৩১ ডিসেম্বর ২০১৮ থেকে নিউইয়র্ক সিটির মজুরি বাড়ছে। মজুরি বাড়ার এই বিলে নিউইয়র্ক সিটির গভর্নর এন্ড্রু কুমো স্বাক্ষর করেছেন। বর্তমানে নিউইয়র্ক সিটির ন্যূনতম মজুরি হচ্ছে প্রতি ঘন্টায় ১৩ ডলার। আগামী ৩১ ডিসেম্বর থেকে এই মজুরি হবে প্রতি ঘন্টায় ১৫ ডলার। ২০১৩ সালে ছিলো মজুরি ১১ ডলার, ২০১৭ সালে ১৩ ডলার করা হয়। তবে এবার মজুরি বাড়ার ব্যাপারে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। সেই শর্তটি হচ্ছে ১১ বছরের বেশি বয়সী প্রতিষ্ঠানে এই আইন ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ১০ বছরের নিচে যে সব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে এই কার্যকর হবে ২০১৯ সালে। লংআইল্যান্ড এবং ওয়েচেস্টারে ৩১ ডিসেম্বরে মজুরি বাড়বে ২ ডলার। এই এলাকায় ঘন্টা প্রতি মজুরি ছিলো ১২ ডলার।
- বিজ্ঞাপন -