নিউইয়র্ক : নিউইয়র্কে শ্রীকাইল কলেজ এ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই জ্যামাইকা পানসী রেস্টুরেন্টে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হক জর্জ। যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রীকাইল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নাছির উদ্দিন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টমর্স অফিসার আব্দুল হক, ফখরুল ইসলাম মজনু, আলমগীর সরকার ও এ্যাডভোকেট মোবারক হোসেন।
ইকবাল হোসেনের উপস্থাপনায় এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল রেজা স্বপন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, জহির উদ্দিন, শেখ মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম বাসেত, সাকির আহমেদ, আল-মামুন সরকার, মনিরুল ইসলাম, সুহেল রানা সহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীগণ।
বক্তারা কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে নানা স্মৃতিচারণ করেন।