নিউইয়র্কে সেক্স ক্রাইম ইউনিটে যোগ হচ্ছে ৩৫ ডিটেকটিভ

ঠিকানা রিপোর্ট: নিউ ইয়র্ক সিটিতে নরহত্যাসহ বিভিন্ন ধরনের ভয়াবহ অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও সেক্স ক্রাইমের (ধর্ষণ জাতীয় অপরাধের) বেসামাল ঘোড়াকে লাগাম পরানো যাচ্ছেনা। নতুন বছরের সূচনালগ্ন থেকেই ধর্ষণের ঘটনা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ধর্ষণের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরার জন্য নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের স্পেশাল ভিকটিমস ডিভিশনে আরও নতুন ৩৫ জন ডিটেকটিভ ( গোয়েন্দা কর্মকর্তা) সংযোজন করা হচ্ছে বলে ১০ ফেব্রুয়ারি জানা গেছে।
সিটির গোয়েন্দা প্রধান ডারমট শিয়া বলেন, মাইনর বা অল্পবয়স্ক সংশ্লিষ্ট যৌন অপরাধ তদন্তে অধিকতর গতি সঞ্চারের লক্ষে বিদ্যমান জনবলের সাথে অতিরিক্ত যোগ হবে ১৬ জন গোয়েন্দা কর্মকর্তা; প্রাপ্ত বয়স্কদের অভিযোগ তদন্তে যোগ হবে ১৫ জন গোয়েন্দা কর্মকর্তা এবং ট্রাঞ্জিট সিস্টেমে সংঘটিত যৌন অপরাধের ঘটনাবলী তদন্তে বিশেষভাবে নিয়োজিত থাকবেন ৪জন গোয়েন্দা কর্মকর্তা। গত বছর প্রকাশিত ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে ২০১৭ সালে সিটিতে ৫ হাজার ৬ শ যৌন অপরাধের ঘটনা সংঘটিত হলেও এ সকল ঘটনাপ্রবাহ তদন্তের জন্য নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এর এডাল্ট সেক্স ইউনিটে মাত্র ৬৭জন কর্মকর্তা নিয়োজিত করেছিলেন। প্রতিবেদনে আর বলা হয়েছিল যে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট দায়িত্বভার বৃদ্ধির কথা ২০১০ এবং ২০১১ সালেও স্বীকার করেছিল। অথচ ইউনিটে ডিপার্টমেন্ট সুযোগ্য এবং করিৎকর্মা কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি করেনি।
প্রতিবেদনটি প্রকাশের কয়েক সপ্তাহ পর ইউনিটকে প্রযুক্তিগতভাবে অধিকতর সমৃদ্ধ করার প্রচেষ্টা হিসেবে স্পেশাল ভিকটিম ডিভিশনে একজন অ্যানালিস্ট সংযোজন করেছিল। অতঃপর নভেম্বরে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট উক্ত ডিভিশনে অধিক সংখ্যক ডিটেকটিভ সংযোজন করে এবং ডিভিশনটিকে পরিচালনার জন্য ডেপুটী প্রধান জুডিথ হ্যারিসনকে নতুন কমান্ডিং অফিসার নিয়োগ দেয়।
গোয়েন্দা প্রধান ডারমট শিয়া বলেন, নিউ ইয়র্ক সিটিতে ধর্ষণের একটি ঘটনাও যথেষ্ট। তবে আমরা চাই ধর্ষণের প্রতিটি ঘটনা পুলিশ বিভাগের নজরে আনা হোক। কারণ ধর্ষণ শুধুমাত্র সিটিতেই সংঘটিত হচ্ছেনা সমগ্র আমেরিকাতেই কম-বেশি ধর্ষণ সংঘটিত হচ্ছে এবং এর সমাধান হওয়াও উচিত। শিয়া বলেন, নতুন জনবল সংযোজনের ফলে এডাল্ট সেক্স ক্রাইম তদন্তের জন্য সিটি পুলিশ বিভাগের স্পেশাল ভিকটিমস ডিভিশনের কর্মকর্তার সংখ্যা হবে ১২৯ এবং যাবতীয় কর্মকান্ডে গতি সঞ্চারিত হবে। তিনি আরও বলেন, নতুন তদন্তকারী কর্মকর্তাদের ক্রিমিনাল ইনভেস্টিগেটর কোর্সে অংশ নিতে এবং কোর্স শেষে অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালের জানুয়ারিতে সিটিতে ১০৮টি ধর্ষণ সংঘটিত হয়েছিল। আর ২০১৮ সালের জানুয়ারিতে সংঘটিত হয়েছিল ১১৮টি। অথচ এ বছরের জানুয়ারিতে সিটিতে সংঘটিত ধর্ষণের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭.১% বৃদ্ধি পেয়ে ১৫০ হয়েছে। আর এ বছরের জানুয়ারিতে রিপোর্ট করা ১৫০টি ধর্ষণের মধ্যে ৬৯টি গত বছর সংঘটিত হয়েছিল বলে পুলিশ বিভাগ দাবি করেছে।
পুলিশ কমিশনার জেমস ওনীল বলেন, প্রতিটি ধর্ষণের ঘটনা অবশ্যই পুলিশ বিভাগের নজরে আনা উচিত। ওনীল বলেন, আমাদের রয়েছে একদল দক্ষ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা। তারা যে কোন মূল্যে অপরাধীকে খুঁজে বের করতে এবং আদালতে কাঠগড়ায় দাঁড় করাতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেক্স অ্যাসল্ট সারভাইভারদের জীবনে নিরাপত্তা বিধান করতে এবং খানিকটা হলেও তাদের দুঃখ-দুর্দশা প্রশমিত করতে চাই।
ক্রামই কন্ট্রোল স্ট্র্যাটেজির প্রধান লরি পলক বলেন, স্পেশাল ভিকটিমস ডিভিশনের সেক্স ক্রাইম ইউনিট যৌন হামলার বিষয়াদি সঠিকভাবে তদন্তের জন্য চলতি সপ্তাহে ওয়ান পুলিশ প্লাজায় রুদ্ধদ্বার কম্পস্ট্যাট স্টাইল সভার আয়োজন করবে। টু ব্রিং স্পেশাল ভিকটিমস (ইনভেস্টিগেটরস) আপ টু স্পীড উইথ দ্য রেস্ট অব দ্য ডিপার্টমেন্টস ডাটা অ্যানালাইসিস (ডাটা বিশ্লেষণ ডিপার্টমেন্টের বাকি অংশের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইনভেস্টিগেশনের কাজে গতি সঞ্চার) শিরোনামের সভাটি স্পেশাল ডিভিশনের নামে উৎসর্গ করা হয়েছে।
শিয়া বলেন, একান্ত গোপন প্রকৃতির (কনফিডেনশিয়াল) তদন্তকার্যক্রম আমাদের শক্তিসামর্থকে অধিকতর বাস্তবধর্মী বিশ্লেষণে অনুপ্রাণিত এবং সমস্যা সমাধানে সক্ষম করায়। তিনি বলেন, আমি অব্যাহতভাবে সকল সারভাইভারকে বলতে চাই: দয়া করে সামনে এগিয়ে আসুন এবং এ সকল অপরাধ খতিয়ে দেখার সুযোগ আমাদের দান করুন। অপরাধ কখন সংঘটিত হয়েছে তা বড় কথা নয়, সকল অপরাধেরই তদন্ত হওয়া উচিত।
এছাড়া, চলতি বছরের শুরু থেকেই সিটিতে হেইট ক্রাইম ( ঘৃণা বা বিদ্বেষপ্রসূত অপরাধ) বৃদ্ধি পেয়েছে। শিয়ার বর্ণনানুসারে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সিটিতে সর্বমোট ৪২টি হেইট ক্রাইম সংঘটিত হয়েছে। অথচ গত বছরের উল্লেখিত সময়ে হেইট ক্রাইম সংঘটিত হয়েছিল মাত্র ১৯টি। আর চলতি বছরের ৪২টি হেইট ক্রাইমের ২৮টি হচ্ছে সেমিটিক বিরোধী ক্রাইম যা প্রশাসনের শিরঃপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিয়া বলেন, হেইট ক্রাইমের এই নাটকীয় প্রবৃদ্ধিকে মেনে নেয়া যায়না। গুটিকতক লোকই এ জঘণ্য অপরাধে ইন্ধন যোগাচ্ছে।