
‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এর মঞ্চে হাঁটেন বিশ্বের নামকরা সব সুপার মডেল। এবার এই আয়োজনের ‘ফ্যাশন ওয়াক শো’ বিভাগে হেঁটেছেন বাংলাদেশের মোজেজা আশরাফ মোনালিসা। এবারই প্রথম বাংলাদেশি কোনো ব্র্যান্ড তাদের পণ্য উপস্থাপন করেছে নিউইয়র্ক ফ্যাশন উইকে সপ্তপর্ণা বুটিক। পারভিস চৌধুরীর ডিজাইনে এই হাউজের শাড়ি পরে হেঁটে অতিথিদের মুগ্ধ করেছেন মোনালিসা। ৭-১৫ ফেব্রুয়ারির এই আয়োজনে মোনালিসা মঞ্চে ওঠেন ১৩ ফেব্রুয়ারি। দিনটি পয়লা ফাল্গুন হওয়ায় বাসন্তী রঙের শাড়ি পরেন মোনালিসা।
প্রবাসী এই মডেল-অভিনেত্রী বলেন, ‘নিউইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে হাঁটতে পেরে আমি ভীষণ গর্বিত। কাস্টিং কল থেকে শুরু করে চুল, মেকআপ সব কিছুই বেশ গোছানো ছিল। ক্যাটওয়াক চলাকালে ফটোগ্রাফারদের ছবি তোলাও খুব উপভোগ করেছি। দারুণ অভিজ্ঞ’