নিউইয়র্ক ফ্যাশন উইকে হাঁটবেন নুসরাত তিসাম

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে হাঁটবেন বাংলাদেশের মডেল নুসরাত তিসাম। আগামী ১০ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বাইরে প্রথমবারের মত র‍্যাম্পে হাঁটবেন নুসরাত তিসাম। তিনি ছাড়াও সেখানে আলো ছড়াবেন দেশি-বিদেশি অনেক নামী মডেল ও তারকারা।
জানা গেছে, ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এর আয়োজনটি করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যার কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকাপ্রবাসী ওমর চৌধুরী। এখানে ফ্যাশন ডিজাইনার হিসেবে থাকছেন অস্কারজয়ী গোনজালেজ মন্টানেজ।
নিউইয়র্ক ফ্যাশন উইকে হাঁটার ব্যাপারে নুসরাত তিসাম বলেন, ‘যেহেতু বাংলাদেশের ফ্যাশনের সাথে জড়িত ছিলাম এবং মিডিয়াতে অনেক কাজ করেছি, তবে এটা আমার জন্য অনেক বড় নিউইয়র্ক ফ্যাশন উইকের সাথে জড়িত হতে পেরে, কিন্তু বাংলাদেশি হিসেবে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি দেশকে রিপ্রেজেন্ট করছি।’
তিনি আরো বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, যারা আমাকে অনেক পছন্দ করে নিউইয়র্ক ফ্যাশন শোতে হাঁটার সুযোগ কওে দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই ওমর চৌধুরী ভাইকে, যিনি বিদেশের মাটিতে আমাদেও মতো সব বাঙালিকে সুযোগ করে দেয়ার জন্য।’
বেশ কয়েক বছর ধরেই দেশে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন নুসরাত তিসাম। ইতিমধ্যেই কাজ করেছেন নামি-দামি ব্র্যান্ডের সঙ্গে। নুসরাত তিসামের শুরুটা ছিল ২০১১ সালে ‘চ্যানেল আই ভিট টপ মডেল’ টপ টেনে জায়গা করে নিয়ে। পরবর্তীতে আরো একটি বিউটি প্রেজেন্ট ‘মিস অদ্বিতীয়’র সাথে। এছাড়া মিডিয়াতে খুব অল্প সময়ে অনেক নাটক টেলিফ্লিম ও টিভিসিতে অভিনয়ের মাধ্যমে নিজের একটি স্থান দখল করে নেন।