ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কার্যকরী কমিটির ভার্চুয়াল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব মো. বদিউল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, আপনারা প্রবাসে অনেক ত্যাগ স্বীকার করে যেভাবে দলকে সুসংগঠিত করে বিভিন্নভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, দল ও দেশ সব সময় আপনাদের কথা স্মরণ রাখবে। যুক্তরাষ্ট্রে বিএনপিকে কীভাবে আরো শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যে সকল বরো কমিটি এবং বিভিন্ন উপকমিটি করার জন্য উপস্থিত নেতাদের পরামর্শ দেন প্রধান অতিথি।
সভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, আলমগীর হোসেন মৃধা, জিয়াউল হক মিশন, নাসির উদ্দীন, শাহাদাত হোসেন রাজু, মো. রিপন মিয়া, কামাল উদ্দীন দীপু, মিসেস জোহরা বেগম, রেজবুল কবির ও শেখ জহির, যুগ্ম সদস্যসচিব ছাইদুর খান ডিউক। সদস্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আরিফ চৌধুরী, একেএম আজিজুল বারী তিতাশ, কৃষিবিদ মো. সোলাইমান, জামালুর রহমান চৌধুরী, কামাল হোসেন হাওলাদার, আব্দুল মান্নান হোসাইন, সাখাওয়াত আজাদ, তরিকুল ইসলাম প্রিন্স, সুলতান আহমেদ ভূইয়া, জামাল হোসেন, নূর এ আলম, আব্বাস উদ্দীন, ফারদিন রনি, মারুফ আহমেদ, হাসান আহমেদ ও মো. হাসান। বক্তারা কমিটির বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।