ঢাকা : খুন-হত্যার দিক দিয়ে লন্ডন ও নিউইয়র্কের চেয়ে অনেক নিরাপদ নগরী ঢাকা। ফেব্রুয়ারি এবং মার্চ মাসের হত্যাকাণ্ডের তুলনামূলক বিচারে এই তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারি ও মার্চে লন্ডনে হত্যাকা-ের সংখ্যা নিউ ইয়র্কে হত্যার হারকে ছাড়িয়ে গেছে। ফেব্রুয়ারিতেই লন্ডনে ১৫টি হত্যাকাণ্ড হয় যা নগরীর ইতিহাসের সবচেয়ে বেশি হত্যাকা- বলে জানিয়েছে লন্ডন পুলিশ। আর ফেব্রুয়ারিতে নিউইয়র্কে খুন হয়েছে ১৪ জন। সে তুলনায় ভালো অবস্থানে রয়েছে ঢাকা। এই মাসে ঢাকায় নিহত হয়েছেন মাত্র একজন।
২০ বছর বয়সী এক স্কটিশ যুবককে হত্যার মধ্য দিয়ে এ বিষয়টি আলোচনায় উঠে আসে। এ বছর মার্চের মধ্যেই এ পর্যন্ত ৩১টি হত্যাকা- সংঘটিত হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি সকালে মহাখালীর দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের ঠিকাদার নাসির কাজীকে তিন যুবক এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাসিরের। ফেব্রুয়ারি মাসে ঢাকায় খুনের ঘটনা এই একটিই।
আর মার্চ মাসে ঢাকায় খুন হয়েছে ছয়জন। গত ৮ মার্চ দুপুরে তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় ২৮৮ নম্বর বাড়ির নিচতলার ফ্লাটে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় আমেনা বেগম (৬৫) নামে এক গৃহকর্ত্রীকে। গত ৭ মার্চ রাজধানীর দারুসসালাম থানার বসুপাড়ার ডি-ব্লকের ৬৫/৬/১ নম্বর বাড়ির পেছনের খাল থেকে অজ্ঞাত এক নারীর (২৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকার নিজ বাসা থেকে শিউলি (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। গত ৬ মার্চ রাজধানীর দারুসসালাম এলাকার টোলারবাগের ৩১২/৪ নম্বর বাসার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মরিয়ম বেগম (৪০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মরিয়ম ঢাকা নার্সিং কলেজের হাউজকিপার ছিলেন। গত ১৭ মার্চ মেরুল বাড্ডার মাছের আড়তে দিনেদুপুরে গুলি করে হত্যা করা হয় আবুল বাশার বাদশাকে। চলতি মাসের শুরুতে পুরান ঢাকায় দোল উৎসবে খুন হয় কলেজছাত্র রওনক (১৭)। ফেব্রুয়ারি ও মার্চে ঢাকায় এই সাতটি খুনের ঘটনা ঘটেছে। লন্ডনে এই দুই মাসে ঢাকার চেয়ে ২৫ জন বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।