নিউইয়র্ক স্টেট ও সিটি বিএনপির নতুন কমিটি গঠন

নেতাকর্মীদের আনন্দ-উল্লাস, দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয়

(বাঁ দিকে উপর থেকে নিচে) মো. অলিউল্লাহ আতিকুর, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান সেলিম রেজা, বদিউল আলম, আহবাব চৌধুরী খোকন ও ফয়েজ চৌধুরী

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক সিটির উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ আগস্ট বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তিন শাখা কমিটির প্রতিটিতে ৪১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক হয়েছেন অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক সিটি দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন হাবিবুর রহমান সেলিম রেজা এবং সিটি উত্তর শাখার আহ্বায়ক হয়েছেন আহবাব চৌধুরী খোকন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেটে বিএনপির কমিটি গঠন করা হলো। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। ওই তিন আহ্বায়ক কমিটি আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এদিকে দীর্ঘ এক দশক পর নিউইয়র্কে বিএনপির তিনটি কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে। কমিটি গঠনের খুশির খবরে পরদিন ১৮ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবনিযুক্তদের ফুল দিয়ে বরণ করে অভিনন্দন জানান নেতাকর্মীরা। একে অপরকে মিষ্টিমুখ করান। অনুষ্ঠানে সিনিয়র নেতাদের কয়েকজন উপস্থিত হয়ে নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানান। ওই অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, মোস্তফা কামাল পাশা বাবুল, গিয়াস আহমেদ, জসিম ভূঁইয়া, গোলাম ফারুক শাহীন, আব্দুল বাতেন, আনোয়ার হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কায়েস চৌধুরী, মার্শাল মুরাদ, যুবদলের আবু সায়ীদ আহমেদ, মাকসুদ আহমেদ চৌধুরী প্রমুখ। এ ছাড়া নিউইয়র্কের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন এবং তিনটি কমিটি গঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ১০ বছর আগে ভেঙে দেওয়া যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটিরও প্রত্যাশা করেন তারা। তবে তিন কমিটির অনুমোদন এলেও ‘অনেক ত্যাগী কর্মীর যথাযথ মূল্যায়ন হয়নি’ বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত নেতারা আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, নতুন কমিটিগুলোর প্রথম কাজ হবে এখানকার নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের কর্মকাণ্ডের পরিধি বাড়ানো। বিএনপির কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করা হবে। দেশে বিএনপির যেসব নেতাকর্মী সরকারের অত্যাচার-নির্যাতন ও জেলজুলুমের শিকার হচ্ছেন, তার তীব্র প্রতিবাদ জানানো হবে। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের নানা অনিয়ম-দুর্নীতি তুলে ধরে যুক্তরাষ্ট্রে সরকারবিরোধী আন্দোলন তীব্র করা হবে। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সরকারের ওপর চাপ তৈরি করা হবে। এ জন্য ওয়াশিংটনে বিএনপির উদ্যোগে সমাবেশ করা, স্টেট ডিপার্টমেন্টের সামনে সমাবেশ করা এবং জাতিসংঘের সামনে সমাবেশ করা হবে। এদিকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় বাইরে বিক্ষোভ কর্মসূচির কথা জানান নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমান ও সদস্যসচিব সাঈদুর রহমান সাঈদ। প্রধানমন্ত্রী যেদিন বিমানবন্দরে অবতরণ করবেন, ওই সময়ে সেখানে নিউইয়র্ক বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কোনো সংবর্ধনা দিলে হোটেলের বাইরে প্রতিবাদ সমাবেশ করা হবে। তারা বলেন, ‘যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিবাদ সমাবেশ।’
নিউইয়র্ক সিটি উত্তর বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন বলেন, আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার, ম্যাডামের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি, বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশে গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি ফিরিয়ে আনা, নেতাকর্মীদের সুসংগঠিত করার পাশাপাশি আমরা দেশে বিভিন্ন সময়ে যে পরিস্থিতি তৈরি হয় এর ওপর ভিত্তি করে আন্দোলন কর্মসূচি দেব। পাশাপাশি স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করব। সেখানে শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হবে।
নিউইয়র্ক স্টেট বিএনপি : নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. অলিউল্লাহ আতিকুর রহমানকে (কুমিল্লা)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন (চট্টগ্রাম), যুগ্ম আহ্বায়ক এবাদ চৌধুরী (সিলেট), মতিউর রহমান লিটু (বরিশাল), আমিনুল ইসলাম চৌধুরী (কুমিল্লা), নাসিম আহমেদ (নোয়াখালী), শহিদুল ইসলাম শিকদার (ঝালকাঠি), বদরুলহ হক আজাদ (চট্টগ্রাম), কাওসার আহমেদ (সিলেট), নীরা রাব্বানী (বরিশাল), দেওয়ান কাওসার (ঢাকা), হুমায়ুন কবির (চাঁদপুর), মো. আশরাফ হোসেন (ব্রাহ্মণবাড়িয়া), মো. আরিফুর রহমান (গাজীপুর) ও আনিসুর রহমান (মানিকগঞ্জ)। সদস্যসচিব সাইদুর রহমান সাইদ (ব্রাহ্মণবাড়িয়া)। যুগ্ম সদস্যসচিব রিয়াজ মাহমুদ (নোয়াখালী)। সদস্যরা হলেন জসিম উদ্দীন ভিপি (কুমিল্লা), বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল (বগুড়া), বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, মো. বশির (নেত্রকোনা), মো. মোতাহার হোসেন (নোয়াখালী), গোলাম হোসেন (নোয়াখালী), মাহবুবুর রহমান মুকুল (নরসিংদী), মিয়া আলীম পাখী (মুন্সীগঞ্জ), ইঞ্জি. তাজুল ইসলাম চেয়ারম্যান (কুমিল্লা), সাইফুল ইসলাম (বগুড়া), হাবিবুর রহমান (নারায়ণগঞ্জ), মো. রইচ উদ্দীন (কুষ্টিয়া), আব্দুল কাইয়ুম (নরসিংদী), মাইনুল করিম টিপু (নোয়াখালী), আমিনুর রহমান খোকন (দিনাজপুর), মাইনুল হাসান মুহিদ (খুলনা), ফয়সল মাহমুদ (ঢাকা), জিয়াউর রহমান মিলন (ঢাকা), কাজী আসাদ উল্লা (কুমিল্লা), কামাল উদ্দীন (ঢাকা), জসিম উদ্দীন (হবিগঞ্জ), হাজি জহিরুল ইসলাম (কুমিল্লা), আলমগীর হোসেন (নোয়াখালী) ও রুবেল হাসান (পাবনা)।
নিউইয়র্ক সিটি দক্ষিণ বিএনপি : নিউইয়র্ক সিটির দক্ষিণ এলাকা হচ্ছে কুইন্স ও ব্রুকলিন বরো। নিউইয়র্ক সিটি দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক করা হয়েছে হাবিবুর রহমান সেলিম রেজাকে (বরিশাল)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসাইন (ঢাকা), যুগ্ম আহ্বায়ক এমলাক হোসাইন ফয়সল (চট্টগ্রাম), রুহুল আমিন নাসির (বরিশাল), খলকুর রহমান (সিলেট), আলমগীর মৃধা (নরসিংদী), জিয়াউল হক মিশন (বরিশাল), নাসির উদ্দীন (ময়মনসিংহ), দেলোয়ার হোসেন শিপন (ঢাকা), শাহাদাত হোসেন রাজু (কুমিল্লা), মো. রিপন মিয়া (সিলেট), কামাল উদ্দীন দিপু (শরীয়তপুর), মিসেস জাহরা বেগম (চট্টগ্রাম), রেজবুল কবীর (বরগুনা) ও শেখ জহির (শরীয়তপুর)। সদস্যসচিব বদিউল আলম (চট্টগ্রাম), যুগ্ম সদস্যসচিব সাইদুর খান ডিউক (কিশোরগঞ্জ)। সদস্য আবু তাহের (চট্টগ্রাম), অ্যাড. আরিফ চৌধুরী (চট্টগ্রাম), গোলাম এন হায়দার মুকুট (দোহার), একেএম আজিজুল বারী তিতাশ (বি.বাড়িয়া), সুমন সরদার (যশোর), কৃষিবিদ মো. সোলাইমান (চাঁদপুর), কামাল হোসেন হাওলাদার (বরিশাল), আবিদুল মান্নান হোসাইন (টঙ্গী), সাখাওয়াত আজাদ (সিলেট), তরিকুল ইসলাম প্রিন্স (পিরোজপুর), সুলতান আহমেদ ভুঁইয়া (লক্ষ্মীপুর), জামাল হোসেন (কুমিল্লা), মো. মহসিন (বরিশাল), নুর এ আলম (কুমিল্লা), শরীফ চৌধুরী পাপ্পু (ঢাকা), আব্বাস উদ্দীন (মাগুরা), ফারদিন রনি (বরিশাল), মিজানুর রহমান মিজান (চাঁদপুর), মারুফ আহমেদ (গাজীপুর), হাসান আহমেদ (সিলেট), মো. হাসান (বরিশাল), মো. নুরুল হুদা (চট্টগ্রাম), নাজমুল করিম কিরণ (ঢাকা) ও জামাল রহমান চৌধুরী (ঢাকা)।
নিউইয়র্ক সিটি উত্তর বিএনপি : ম্যানহাটন, ব্রঙ্কস ও স্ট্যাটান আইল্যান্ড- এই তিন বরো নিয়ে নিউইয়র্ক সিটির উত্তর এলাকা। নিউইয়র্ক সিটি উত্তর শাখা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আহবাব চৌধুরী খোকনকে (সিলেট)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন (ঢাকা), যুগ্ম আহ্বায়ক এজিএম জাহাঙ্গীর হোসাইন (ঢাকা), এমরান শাহ রন (বরিশাল), আব্দুর রহিম (সিলেট), শরিফুল ইসলাম খালিশদার (সিলেট), সৈয়দ গাওসুল হোসেন (মৌলভীবাজার), এআর মাহবুবুল হক (কুমিল্লা), বায়তুল্লাহ শাহীন (নোয়াখালী), আনোয়ার হোসেন জাহিদ (যশোর), মিসেস অ্যাড. রেজোয়ান রাজ্জাক (সিরাজগঞ্জ), মো. আমির হোসেন (মাদারীপুর), মানিক আহমেদ (সিলেট), শাহীন চৌধুরী (চট্টগ্রাম) ও আনোয়ার হোসেন লেবু (সিরাজগঞ্জ)। সদস্যসচিব ফয়েজ চৌধুরী (সিলেট), যুগ্ম সদস্যসচিব কামরুল হাসান (কুমিল্লা)। সদস্য ড. নুরুল আমিন পলাশ (মাদারীপুর), জাফর তালুকদার (বরিশাল), সেবুল খান মাহবুব (সিলেট), মো. আশরাফুজ্জামান (পঞ্চগড়), মো. আলী রাজা (সিলেট), আব্দুল রহিম সেলিম (ফেনী), সুয়েব আহমেদ (সিলেট), শাহ কামাল উদ্দীন (সিলেট), মো. ইসমাঈল (নোয়াখালী), লিয়াকত আলী (সিলেট), আবু জাফর ফরাজী (পিরোজপুর), ইমতিয়াজ আহমেদ বেলাল (সিলেট), সৈয়দ আজিজুল হক (চট্টগ্রাম), দিলরুবা বেগম (ঢাকা), রানা মাসুম (নোয়াখালী), সেলিম উদ্দীন (কুমিল্লা), মিসেস দিলরুবা আক্তার মায়া (চট্টগ্রাম), মিসেস কাওসার আক্তার ভুঁইয়া (নোয়াখালী), জিয়াউল আহমেদ জামিল (সিলেট), হামিদউল্লা হামিদ রকি (ঢাকা), ফাহিম শাকিল অপু (সিলেট), আমিনুল ইসলাম (টাঙ্গাইল), বাচ্চু মিয়া (নারায়ণগঞ্জ) ও মোহাম্মদ আলী (বগুড়া)।