ঠিকানা রিপোর্ট: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি।
গত ১ অক্টোবর সোমবার সন্ধ্যায় এ সমাবেশ হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে এই সমাবেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করা হয়। ‘গ্রেফতার-নির্যাতন চালিয়ে কখনোই কোন স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনাও পারবে না। ইতিহাসের আস্তাকুড়ে তাকে নিক্ষিপ্ত হতেই হবে’-উল্লেখ করেন সমাবেশের প্রধান অতিথি জসীম ভূইয়া। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া বলেন, ‘যে দেশের প্রধান বিচারপতিকে আমেরিকায় এসাইলাম প্রার্থনা করতে হয়, সে দেশের অবস্থা কী তা বলার অপেক্ষা রাখে না।’
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। সংগঠনের প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন এ সময় বলেন, ‘সরকারের সীমাহীন নির্যাতনে দেশবাসী আজ অতীষ্ঠ। আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটাতে হবে।’
কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে ৩০ সেপ্টেম্বর। এভাবে প্রতিদিনই শতশত নেতা-কর্মীকে কোন অভিযোগ ছাড়াই গ্রেফতারের ঘটনা ঘটছে। গোটা দেশটিকেই সরকারের শ্বেতসন্ত্রাসের আওতায় নেয়া হয়েছে বলে অভিযোগ করেন মাওলানা আতিক। সমাবেশে আরো বক্তব্য রাখেন স্টেট বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম অপু, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান আশরাফ, মনির হোসেন, মার্শাল মুরাদ, মজিবুর রহমান, ভিসি জসীম প্রমুখ।