নিউজার্সিতে নবীগঞ্জ উপজেলাবাসীর মতবিনিময় সভা

নিউজার্সি : যুক্তরাষ্ট্র সফরে আসা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম নিউজার্সি প্রবাসী নবীগঞ্জ উপজেলাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় প্যাটারসনের জাকির বেকারিতে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি এ কে মুজমদার। উত্তর আমেরিকা থেকে প্রকাশিত পাক্ষিক নিউজ ম্যাগাজিন ‘দিনবদল’-এর সম্পাদক ও নবীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু-এর পরিচালানায় এ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, নিউজার্সি স্টেট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল বারী মজনু, নিউজার্সি স্টেট বাসদের আহ্বায়ক কামাল আহমেদ, নিউজার্সি স্টেট যুবলীগের সভাপতি নুরুজ্জামান সোহেল, হবিগঞ্জের সাবেক ব্যাংক কর্মকর্তা হুমায়ুন চৌধুরী, নবীগঞ্জের পল্লী বিদ্যুতের সাবেক কর্মকর্তা ইকবাল আহমেদ, নবীগঞ্জের সাবেক ছাত্রনেতা শেখ আক্তার হোসেন নানু, সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান ছানু, আসুক মিয়া, সৈয়দ আলী, মোহাম্মদ উদ্দিন,কাওছার আহমেদ, শামীম আহমদ প্রমূখ।
এসময় ফজলুল চৌধুরী সেলিম বলেন নবীগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। চাই আপনাদের সহযোগিতা জরুরি। অতীতে নবীগঞ্জের লোকজন রেকর্ডসংখ্যক ভোট দিয়ে আমাকে কয়েকবার জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি কৃতজ্ঞ। আমি নবীগঞ্জ বাসীর পাশে আছি,ভবিষ্যতেও আমি নবীগঞ্জের জনগণের সেবা করতে চাই।
সভায় বক্তাগণ ফজলুল চৌধুরী সেলিম এর সততা, ন্যায় পরায়নতা ও মানব সেবা সহ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। নবীগঞ্জের সার্বিক উন্নয়নে তার পাশে থেকে তাকে সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।