নিউজার্সি কুলাউড়া এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজার্সি : কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সির ইফতার ও দোয়া মাহফিল গত ২০ মে রোববার প্যাটারসন সিটির ইউনিয়ন এভিনিউস্থ মসজিদ-আল ফেরদৌসে অনুষ্ঠিত হয়। মাহফিলে ম্নোাজাত করেন মসিজিদ আল- ফেরদৌসের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, সাথে ছিলেন, হাফেজ হিফজুর রহমান, মাওলানা আব্দুর রউপ, হাফেজ সৈয়দ খুবায়েব আলী। মাহফিলে এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলী বলেন, ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হওয়া নিউজার্সী কুলাউড়া এসোসিয়েশন সমাজ সেবামূলক সামাজিক সংগঠন হিসেবে কাজ করবে।

তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। মাহফিলে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহীন খালিক, মসজিদ কমিটির সভাপতি হাজী রফুকুল ইসলাম এবং বহু সংখ্যক কুলাউড়াবাসীসহ বিপুল সংখ্যক মুসাল্লিয়ান। ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশোনের আহবায়ক আনোয়ার চৌধুরী পারেক, সদস্য সচিব গ্লোাম মোদাব্বির চৌধুরী স্লোাইমান, যুগ্ম আহবায়ক রাজা মিয়া, খায়রুল ইসলাম, যগ্ম সদস্যসচিব সৈয়দ ইমন ইসলাম, কেশিয়ার শামছুজ্জামান ফরহাদ, সদস্য গ্লোাম ইসপাহানী চৌধুরী মাছুম, ,আদুল ওয়াদুদ, আতিকুল ইসলাম শাহীন, আশরাফুর রহমান, আব্দুল আউয়াল শিপার, রিয়াজ উদ্দিন, হাফেজ সৈয়দ খুবায়েব আলী, আতিকুর রহমান আজাদ, জালাল উদ্দিন, মুজিবুর রহমান, আশফাকুর রহমান তোফায়েল, নুরুল ইসলাম, সাইফুর রহমান, তারেক, সাঈফ, শিপলু, উপদেষ্টা কমিটির অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, আব্দুল মোক্তাদির তোফায়েল, আব্দুল মোক্তাদির খছরু, সৈয়দ নজরুল ইসলাম আহমদুর রহমান নুমান, ফয়েজ চৌধুরী, সাইফুর রহমান মেম্বার। প্রেস বিজ্ঞপ্তি।