নিউজার্সি সাউথ বিএনপিতে ঐক্য

ঠিকানা রিপোর্ট : নিউজার্সি স্টেট বিএনপির (সাউথ) ত্রিধা বিভক্ত সক্রিয় গ্রুপ এবং কমিটিকে ঐক্যবদ্ধ করার লক্ষে কয়েকবার কেন্দ্রীয় নেতারা বৈঠক করেও ব্যর্থ হয়েছিলেন। অবশেষে সম্প্রতি তারা ঐক্যের স্বার্থে পদত্যাগ করেছেন। এখন নতুন কমিটি হলে তারা ঐক্যবদ্ধভাবে মেনে নিতে সম্মত হয়েছেন। অন্যদিকে নর্থের কমিটির মধ্যেও ঐক্যের সুর উঠেছে। তারাও চাচ্ছেন দলের এই দুঃসময়ে ঐক্য গড়তে। স্টেট কমিটির সভাপতি সৈয়দ জুবায়ের আলী বলেন, আমরা ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছি, আশা করি এবার ঐক্য হয়ে যাবে।
দীর্ঘকাল ধরে চলে আসা এ বিবাদ মীমাংসায় প্রধান ভূমিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। তিনি গত ১৫ মে বিবাদমান বিএনপির তিন গ্রুপের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেন। তার আহ্বানে সাড়া দিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কোন্দলে লিপ্ত সব কমিটি, উপ-কমিটি এবং বিদ্রোহী কমিটি নেতৃবৃন্দ কমিটি বিলুপ্ত করে লিখিতভাবে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। মোহাম্মদ দীদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আশিক ইসলাম বলেন, জেল-জুলুম, মামলা-হামলার চাইতেও দলের ভয়ংকর শত্রুর নাম হচ্ছে অবিশ্বাস। অবিশ্বাস থেকে জন্ম অনৈক্য-বিভেদ যা আজ দলকে দুর্বল করে দিচ্ছে। দেশ ও দলের এই ক্রান্তিকালে তাই ঐক্যের কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মাহবুবুর রহমান চুন্নু, সৈয়দ কাওসার, রহমান বাবুল, মোসাদ্দেক মওলা, মোহাম্মদ আলী, রানা কবির, শিকদার আহমেদ, মিরাজ খান, তানিম চৌধুরী, আলী হোসেন, আলী রেজা, মোহাম্মদ আকাশ প্রমুখ। তারা সবাই বিএনপির বিবাদমান বিভিন্ন গ্রুপের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ছিলেন।
বক্তারা বলেন, জিয়াউর রহমান তাদের আদর্শ, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত শক্তিশালী করা তাদের একমাত্র উদ্দেশ্য। আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করা তাদের লক্ষ্য। সবাই অঙ্গীকার করেন আগামীতে যে কোন মূল্যে দলের ঐক্য ধরে রাখবেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করবেন। আমেরিকার যেসব স্টেটে একাধিক গ্রুপ নেই, তাদের সাথে যৌথভাবে কাজ করবেন।
মোহাম্মদ দীদার জানান, আগামী ৩০ মে সম্মিলিতভাবে ইফতার ও দোয়া মহফিল আয়োজন করবেন তারা। বর্তমান সরকারের অধীনে কোন জাতীয় নির্বাচন নয় কেনÑ সে বিষয়ে প্রচার-প্রচারণা ও জনমত গঠনসহ নানবিধ কর্মসূচি পালনের অঙ্গীকার করেন নেতারা।
এসব দায়িত্ব পালনের জন্য সবার সম্মতিতে প্রধান উপদেষ্টা হিসাবে মাহবুবুর রহমান চুন্নু, আহ্বায়ক হিসাবে সৈয়দ কাওসার এবং সদস্য সচিব হিসাবে রহমান বাবুল নুতন বৈধ কমিটি গঠনের আগ পর্যন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। সবাই তাদের সহযোগিতা করবেন।