স্পোটর্স ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় অর্ধশতাধিক মানুষ কয়েক মিনিটের মধ্যে নিহত হয়েছেন। এই রক্তাক্ত ঘটনায় গোটা বিশ্ব শোকগ্রস্ত, হতবাক। বন্দুকধারীর হামলা থেকে এদিন অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার সেই মসজিদে নামাজ পড়ার উদ্দেশে যখন ঢুকছিলেন, তখন সেখানে গুলি চলছে! মুশফিকরা ভাগ্যক্রমে বাঁচলেও সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন নিউজিল্যান্ডের ফুটসাল দলের গোলকিপার আতা এলাইয়ান। ফিলিস্তিন থেকে শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডে আসা ৩৩ বছর বয়সী এলাইয়ান নিউজিল্যান্ডের জাতীয় ফুটসাল দলের সদস্য ছিলেন।
খেলা ছাড়াও প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলডব্লুএ সলিউশনসের পরিচালক ও ব্যবসায়িক অংশীদার ছিলেন তিনি। এলডব্লুএ সলিউশনস হলো ক্রাইস্টচার্চের প্রযুক্তি খাতের অন্যতম বড় কোম্পানি। নিউজিল্যান্ডের গণমাধ্যম সন্ত্রাসী হামলায় এলাইয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আরও গভীর দুঃখের বিষয় হলো, মাত্র কয়েকদিন আগে বাবা হয়েছেন এলাইয়ান। মনে খুশি নিয়েই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের জন্য সেদিন ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে গিয়েছিলেন তিনি। কিন্তু সদ্যোজাত এক সন্তানের কাছ থেকে তার পিতাকে কেড়ে নিলো সন্ত্রাসীর বুলেট।