নিউ ইয়র্কে প্রিন্সিপাল হাবীবুর রহমান স্মরণে দোয়া মাহফিল

নিউ ইয়র্ক : বাংলার বরেণ্য ইসলামী চিন্তাবিদ, সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, সদ্যপ্রয়াত প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের স্মরণে গত ১৯ অক্টোবর, শুক্রবার, বাদ মাগরিব জ্যাকসন হাইটসের আননুর কালচারাল সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে প্রিন্সিপাল আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি একাধারে একজন ইসলামী চিন্তাবিদ, প্রাজ্ঞ রাজনীতিক, মুফাস্সিরে কোরআন, আদর্শ শিক্ষক ও আধ্যাত্মিক নেতা ছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে সিলেটের বুকে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা প্রতিষ্ঠিত হয়। তিনি ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গেছেন। তার যোগ্য নেতৃত্বে আইন-শরিয়ত সম্মেলন, তাসলিমা নাসরিন খেদাও আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ তথা মূর্তিবিরোধী আন্দোলন সফলতা লাভ করে। বাংলাদেশের ইতিহাসে তিনি তাঁর কর্মগুণে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আননুর কালচারাল সেন্টার, নিউইয়র্কের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান মুসলিম সেন্টারের হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা আতাউর রহমান, মসজিদ মিশনের (হাজী ক্যাম্প মসজিদ) ইমাম মাওলানা মঞ্জুরুল করীম, ইয়র্ক-বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ, উডসাইডস্থ মাদানী মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহমুদুল ইসলাম, খেলাফত মজলিস নিউইয়র্ক সভাপতি মাওলানা হামিদুর রহমান আশরাফ, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’র সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম। -প্রেস বিজ্ঞপ্তি।