ঠিকানা রিপোর্ট: বিল ডি ব্লাসিয়ো প্রশাসন এবং সিটি পুলিশ বিভাগের জিরো টলারেন্সসহ নানাবিধ উদ্যোগের ফলে সিটিতে বড় ধরনের জঘণ্য অপরাধের মাত্রা যথেষ্ট নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধর্ষণের বেপরোয়া ঘোড়াকে লাগাম পরাণো যাচ্ছেনা। অনবদ্য কারণে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারেও (জুলাই থেকে সেপ্টেম্বর) সিটিতে ধর্ষণের ঘটনা ২৮% বৃদ্ধি পেয়েছে। ৪ অক্টোবর প্রকাশিত পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে সিটিতে ১১৮টি ধর্ষণের ঘটনা ঘটলেও এ বছরের সেপ্টেম্বরে তা ২৬% বৃদ্ধি পেয়ে ১৪৪ এ পৌঁছেছে এবং সামগ্রিকভাবে তৃতীয় কোয়ার্টারে ধর্ষণের ঘটনা ২৮% বৃদ্ধি পেয়েছে।
সিটি পুলিশ বিভাগের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়: ২০১৭ সালের প্রথম তিন কোয়ার্টারের তুলনায় চলতি বছরের প্রথম তিন কোয়ার্টারে নিউ ইয়র্ক সিটিতে নরহত্যাও ৬% বৃদ্ধি পেয়েছে। পুলিশ বিভাগের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর মাসে সিটিতে ২৪টি নরহত্যা সংঘটিত হলেও এ বছরের সেপ্টেম্বরে সংঘটিত হয়েছে ২৭টি। গত বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিটিতে সর্বমোট ২১৫ টি হোমিসাইড বা নরহত্যা ঘটেছিল। অথচ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা ৬% বৃদ্ধি পেয়ে ২২৮ হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে পুলিশ রেকর্ড সংরক্ষণের আধুনিক যুগের সূচনার পর গত বছরই নিউ ইয়র্ক সিটিতে সর্বাপেক্ষা কমসংখ্যক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল এবং বছর শেষে সর্বমোট ২৯২টি নরহত্যা সংঘটিত হয়েছিল। ৮৬ লাখ লোকসংখ্যা অধ্যুষিত নিউ ইয়র্ক সিটিতে গত বছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে ১৩ টি অধিক নরহত্যা সংঘটিত হওয়ায় বছরের শেষ নাগাদ গত বছরের সর্বনিম্ন সংখ্যা ধরে রাখা কঠিন হবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের কমিশনার জেমস ওনীল এবং মেয়র বিল ডি ব্লাসিয়ো মাসিক অপরাধ ব্রীফিংয়ে সর্বশেষ নরহত্যার সংখ্যা এবং বড় ধরনের অপরাধ প্রবণতার গতিপ্রকৃতির উপর ৩ অক্টোবর আলোকপাত করেছেন বলে জানা গেছে। আবার আগের বছরের সেপ্টেম্বরে ১,১৫১টি ডাকাতি সংঘটিত হলেও এ বছরের সেপ্টেম্বরে তা ২৩ টি হ্রাস পেয়ে ১,১২৮ হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে ১,৭৬৯টি ফেলনী অ্যাসল্ট সংঘটিত হলেও এ বছরের সেপ্টেম্বরে তা ১১৫টি কমে ১,৬৫৪ হয়েছে। বালগারি বা সিঁদেল চুরি আগের বছরের সেপ্টেম্বরে ১,০১১ সংঘটিত হলেও এ বছরের সেপ্টেম্বরে তা ২৯টি হ্রাস পেয়ে ৯৮২ হয়েছে।
বড় ধরনের চুরি আগের বছরের সেপ্টেম্বরে ৩,৬৮৯ সংঘটিত হলেও এ বছরের সেপ্টেম্বরে তা ৪৫টি হ্রাস পেয়ে ৩,৬৪৪ হয়েছে। পরিসংখ্যান অনুসারে ডাকাতি, বড় ধরনের চুরি জাতীয় অপরাধ পূর্বাপর প্রায় অপরিবর্তিত রয়েছে কিংবা সামান্য কমেছে। আবার সামগ্রিক বিচাওে তৃতীয় কোয়ার্টারের তুলনায় চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে ভয়ানক অপরাধ ১% হ্রাস পেয়েছে।
এদিকে নরহত্যার বিচারে ব্রঙ্কস এ বছরও শীর্ষ স্থানে অবস্থান করছে এবং গত বছরের তুলনায় এ বছর সেখানে নরহত্যা ৩০% বৃদ্ধি পেয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত বছরের নরহত্যার ধরনের বিবেচনায় এ বছরের নরহত্যার ধরনে বড় ধরনের বৈসাদৃশ্য পরিলক্ষিত হচ্ছে এবং আগের বছরের তুলনায় এ বছর আগ্নেয়াস্ত্রের গুলিতে প্রাণ ছিনিয়ে নেয়ার ঘটনা ২৬% বৃদ্ধি পেয়েছে। আবার ছোরা জাতীয় ধারালো হাতিয়ারের সাহায্যে খুনের ঘটনাও ২৩% বৃদ্ধি পেয়েছে এবং ২০১৭ সালে এ সংখ্যা ৪৬ থাকলেও এ বছর তা বেড়ে ৫৭ হয়েছে। আবার সাধারণ গোলাগুলির ঘটনা গত বছর ১১ অঙ্ক হ্রাস পেলেও এ বছর তা হ্রাস পেয়েছে ৪.৭%।
সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে পুলিশ কমিশনার ওনীল এবং অন্যান্য দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাগণ বলেছিলেন, ২০১৭ সালের জুলাই এবং আগস্টে মোট ৫৫ জন খুন হলেও এ বছরের জুলাই এবং আগস্টে সিটিতে সর্বমোট ৪৮টি নরহত্যা সংঘটিত হয়েছে। তাছাড়া অন্যান্য ধরনের অপরাধও হ্রাস পেয়েছিল বলে কর্মকর্তাগণ দাবি করেছিলেন।