নিউ ইয়র্ক সিটিতে হত্যার হার বাড়লেও অন্যান্য অপরাধ কমেছে

ঠিকানা রিপোর্ট: ২০১৮ সালের প্রথম ৬ মাসে নিউ ইয়র্ক সিটিতে হত্যাযজ্ঞ ৮% বৃদ্ধি পেলেও অন্যান্য ধরনের অপরাধ সামগ্রিকভাবে ১.৮ এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার হ্রাস পেয়েছে। ব্রঙ্কসের মট হ্যাভেনস্থ ৪০তম প্রেসিঙ্কট স্টেশন হাউজে মেয়র ডি ব্লাসিয়ো বলেন, ২০১৭ সালের প্রথম ৬ মাসে সিটিতে সর্বমোট ১৩৬টি হত্যাকান্ড সংঘটিত হলেও এ বছর পূর্ববর্তী বছরের সংখ্যার সাথে ১১টি যোগ হয়ে ১৪৭টি হত্যাকান্ড তালিকাভ’ক্ত করা হয়েছে। মেয়র ডি ব্লাসিয়ো বলেন, আমাদের আরও কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সমস্যার সমাধানে অধিকতর সক্রিয় হতে হবে।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চীফ অব ডিপার্টমেন্ট টেরেন্সে মনাহান, স্টেশন হাউজে জানান, ব্রঙ্কসের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মনহান আরও জানান যে ২০১৭ সালের প্রথম ৬ মাসে ১০৯টি গোলাগুলির ঘটনা ঘটলেও এ বছরের প্রথম ৬ মাসে তার চেয়ে ১১টি গোলাগুলির ঘটনা কম ঘটেছে। তিনি বলেন, বাস্তবে গোলাগুলির ঘটনা কম ঘটলেও গুলিবিদ্ধ হয়ে প্রাণহানির সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বুলেট এক ইঞ্চি এদিক-সেদিক হলেই পরিণতিতে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়।
মনহান দাবি করেন যে প্রায় ৩০% গোলাগুলি এবং প্রাণহানির পেছনে ছিল সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের অবৈধ ব্যবসা ও কর্মকান্ড। ১৪ জুলাই প্রাপ্ত তথ্যানুযায়ী অধিকাংশ হত্যাকান্ড সংঘটিত হয়েছে ৪০তম প্রেসিঙ্কট এবং ট্রেমন্টের ৪৮তম প্রেসিঙ্কট এলাকায়। উক্ত দুটি এলাকায় টহলদার পুলিশ কর্মকর্তার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে। মনহান অবশ্য ব্রঙ্কসবাসীকে জোর দিয়ে আশ্বস্ত করেন যে হত্যাকান্ডের সাথে জড়িত থাকলে তাকে অবশ্যই গ্রেপ্তার হতে হবে।
এদিকে তালিকাভ’ক্ত ধর্ষণের পরিসংখ্যানও ৩৩টি বেড়েছে।
মনহান বলেন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা তালিকাভ’ক্ত করার কাজে আমার নির্যাতিতদের উৎসাহিত করছি বিধায় এ ধরনের তালিকাভ’ক্ত অপরাধের সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, পারিবারিক সহিংসতার ক্ষেত্রে নির্যাতিতরা আইনের আশ্রয় লাভের জন্য এগিয়ে আসছে। তথ্যানুযায়ী সেক্স অপরাধে গ্রেপ্তার ৩৩% বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত যৌন অপরাধে ৬৭৮জনকে গ্রেপ্তার করা হলেও এ বছর উল্লেখিত সময়ে ৯০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রত্যাশা করা হয় যে কমিউনিটির ব্যবহারের জন্য ৮০০ বর্গফুটের এলাকা জুড়ে স্টেট-অব-দ্য আর্ট ৪০তম প্রেসিঙ্কট স্টেশন হাউজের কর্মকান্ড শুরু হলে অপরাধ প্রবণতা আরও কমে যাবে।